Categories: বিজ্ঞান

আজ চন্দ্রপৃষ্ঠে অবতরণ, ইতিহাসের দোরগোড়ায় চন্দ্রযান-৩।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ইসরোর উচ্চাভিলাষী তৃতীয় চন্দ্রাভিযানের ল্যান্ডার মডিউল আগামীকাল চন্দ্রপৃষ্ঠে পা রাখার জন্য পুরোপুরি তৈরি হয়ে রয়েছে। পৃথিবীর একমাত্র উপগ্রহের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান নামিয়ে প্রথম কোনও দেশ হিসেবে গৌরব অর্জনের লক্ষ্যে মুখিয়ে রয়েছে ভারত। আগামীকাল সন্ধ্যা ছয়টা বেজে চার মিনিট নাগাদ ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞানের সমন্বয়ে তৈরি ল্যান্ডার মডিউলটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা রয়েছে। চন্দ্রযান তৃতীয় মিশন সফল হলে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন এবং পূর্বতম সোভিয়েত ইউনিয়নের পর ভারতই হবে চতুর্থ কোনও দেশ যেটি চাঁদের বুকে সফট ল্যাণ্ডিংয়ের প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করে দেখাল। চন্দ্রযান দ্বিতীয়র একটি ফলো অনমিশন চন্দ্রযান তৃতীয় এবং এই মিশনের মূল উদ্দেশ্য হলো চাঁদের বুকে সফল এবং নিরাপদ অবতরণের কর্তৃত্ব অর্জন করা। ৬০০ কোটি টাকা মূল্যের চন্দ্রযান তৃতীয় মিশন ১৪ জুলাই উৎক্ষেপণ করা হয়েছিল। ২০ আগষ্ট চূড়ান্ত ডিবুস্টিং অপারেশনের পর চাঁদের চারপাশে ২৫ কিলোমিটার ×১৩৪ কিলোমিটার কক্ষপথে স্থাপন করা হয়েছে ল্যান্ডার মডিউলটিকে। অভ্যন্তরীণ পরীক্ষানিরীক্ষা এবং সূর্যোদয়ের পর নির্দিষ্ট অবতরণ স্থলে চাঁদের মাটির দিকে নামতে থাকবে ল্যান্ডারটি। সন্ধ্যা ৫টা বেজে ৪৫ মিনিট নাগাদ এই ল্যাণ্ডিং প্রক্রিয়াটি শুরু হতে পারে। ইসরো জানিয়েছে মিশন অপারেশনস কমপ্লেক্সে এখন চূড়ান্ত ব্যস্ততা ও উত্তেজনার আবহ। মিশন নির্ধারিত সূচি অনুসারেই চলছে এবং নিয়মিতভাবে পরীক্ষা করা হচ্ছে সবকয়টি ব্যবস্থা। ল্যান্ডার বিক্রমের অবতরণ প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হবে আগামীকাল সন্ধ্যা ৫টা বেজে ২০ মিনিট থেকে। ইসরোর স্পেস অ্যাপ্লিকেশনস সেন্টারের অধিকর্তা নিলেশ দেশাই বলেন, আগামীকাল ল্যান্ডার মডিউলটির কোন ও হেলথ প্যারামিটারে অস্বাভাবিক কিছু ধরা পড়লে আমরা অবতরণ প্রক্রিয়াটি চার দিন পিছিয়ে ২৭ আগষ্ট করার চেষ্টা করব। মঙ্গলবার
ইসরো আরও একঝাক ছবি প্রকাশ করে যেগুলো ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা এবং ল্যান্ডার ইমেজার ক্যামেরার সাহায্যে তোলা হয়েছে। এই ছবিগুলো ল্যাণ্ডার মডিউলটিকে তার অবস্থান নির্ণয়ে সহায়তা করছে। অবতরণের ১৭ মিনিট অত্যন্ত জটিল বলে জানিয়েছে ইসরো।ওই সময় পুরো প্রক্রিয়াটি হবে স্বনির্ভর। ল্যান্ডার মডিউলটি তখন স্বউদ্যোগে অবতরণ করার চেষ্টা করবে। সঠিক সময়ে এবং সঠিক উচ্চতায় ল্যান্ডারটি প্রথমে তার ইঞ্জিনগুলোকে চালু করবে, সঠিক পরিমাণে জ্বালানি ব্যবহার করবে। তারপর চাঁদের পৃষ্ঠটি স্ক্যান করে দেখবে কোথাও কোনও গর্ত, পাহাড়, পাথর বা অন্য কোনও বাধা বিপত্তি রয়েছে কিনা। সবশেষে ধীরে ধীরে নেমে আসবে ল্যান্ডারটি। এর আগে বাইয়ালালুতে ইন্ডিয়ান ডীপ স্পেস নেটওয়ার্ক থেকে সমস্ত প্যারামিটার পরীক্ষা করে অবতরণের কয়েক ঘণ্টা আগে প্রয়োজনীয় নির্দেশ তথা আদেশ দেওয়ার কাজটি সম্পন্ন করবেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সম্প্রতি বলেছিলেন ৩০ কিলোমিটার উচ্চতা থেকে ল্যান্ডারটির গতি কমানো এই অভিযানের সবচেয়ে জটিল অংশ। একই সময়ে আনুভূমিক পজিশন থেকে উল্লম্ব পজিশনে আসতে হবে ল্যান্ডার বিক্রমকে।গণিতের দিক থেকে যেটি একটি মজাদার হিসেব।গতবার চন্দ্রযান দ্বিতীয়র সময় এই জায়গাতেই বিপত্তি ঘটেছিল। চাঁদে নামার পর ল্যান্ডার এবং রোভারের আয়ুষ্কাল হবে চাঁদের একদিন (পৃথিবীর প্রায় ১৪ দিন)।এই বিষয়ে এস সোমনাথ বলেন, যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো পৌঁছাবে সমস্ত সিস্টেমগুলোই শক্তি পেয়ে যাবে। কিন্তু যেইমাত্র সূর্য অস্ত যাবে চারিদিক অন্ধকারে ডুবে যাবে এবং তাপমাত্রা কমে গিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও চলে যেতে পারে। এমন অবস্থায় সিস্টেমটি আর কার্যকর না থাকায় সম্ভাবনাই প্রবল। তবে এর পরেও যদি সিস্টেমটি কাজ করে তবে সেটি সৌভাগ্যের ব্যাপার। তবে ল্যাণ্ডার মডিউলটিকে বহন করে নিয়ে যাওয়া প্রপালশন মডিউলটি কাজ করে যাবে মাসের পর মাস, বছরের পর বছর। এদিকে ইসরোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মজার মজার মিম এবং পোস্ট হৃদয় জয় করেছে লক্ষ লক্ষ মানুষের। টুইট এবং পোস্টগুলোতে মাঝে মধ্যেই ব্যবহার করা হচ্ছে ‘ওয়েলকাম বাড়ি’ এবং ‘থ্যাঙ্কস ফর দ্য রাইড মেট’ জাতীয় মজার কথাবার্তা। এইভাবে শুধুমাত্র কারিগরি শব্দচয়ন ও ব্যবহারের বাইরে গিয়ে চন্দ্রযান তৃতীয় মিশনের আপডেট দেওয়া হচ্ছে অনেকটাই অনানুষ্ঠানিকতার সঙ্গে যা হৃদয় জয় করেছে অনেকেরই।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

18 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

19 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

20 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

20 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

20 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

21 hours ago