অনলাইন প্রতিনিধি :- শিল্ড জয়ের মধ্য দিয়ে মরশুমের প্রথম সাফল্যের পর এবার লীগে অভিযান শুরু করতে যাচ্ছে এগিয়ে চলো সংঘ। টিএফএর ঘরোয়া এ ডিভিশন ক্লাব লীগ ফুটবলে আগামীকাল (মঙ্গলবার) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে সদ্য শিল্ড চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংঘ।প্রতিপক্ষ ত্রিবেণী সংঘ।লীগে ত্রিবেণীসংঘের এটা তিন নম্বর ম্যাচ।এর আগে প্রথম দুটো ম্যাচে জয় পেয়েছিল ত্রিবেণী সংঘ।জুয়েলস অ্যাসোসিয়েশন ও বীরেন্দ্র ক্লাবের মতো টিমকে হারিয়েছে।দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লীগ টেবিলে শীর্ষে রয়েছে এখন ত্রিবেণী সংঘ। এক কথায় দুরন্ত ফর্মে রয়েছে টিমটা। এই অবস্থায় মঙ্গলবার লীগে অন্যতম শক্তিশালী দল এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে খেলতে নামছে ত্রিবেণী সংঘ।ধারে ভারে, শক্তিতে টিম এগিয়ে চলো সংঘের তুলনায় অনেকটা পিছিয়ে ত্রিবেণী সংঘ তা বলা যায়। তবে লীগে গত দুই ম্যাচে আপাতত যে পারফরম্যান্স ত্রিবেণী সংঘের তাতে আগামীকাল ম্যাচটিকে হাল্কা করে দেখার কোনও সুযোগ নেই টিম এগিয়ে চলো সংঘের। ফলে বলা যায় মঙ্গলবার উমাকান্ত মাঠে লীগে এগিয়ে চলো সংঘ বনাম ত্রিবেণী সংঘ ম্যাচটি বেশ জমজমাট হতে চলেছে। দুটো টিমই তৈরি মাঠে এক অপরের বিরুদ্ধে লড়াই ছুড়ে দেওয়ার জন্য। লীগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে আজ সকালে উমাকান্ত মাঠে শেষ প্রস্তুতি সেরে নিয়েছে টানা তিন বারের নকআউট চ্যাম্পিয়ন দল এগিয়ে চলো সংঘ। ঘন্টা দেড়েক ছেলেদের অনুশীলন করিয়েছেন কোচ সুজিত হালদার ও সহকারি কোচ কর্ণেন্দু দেববর্মা। এমনিতে নকআউটের পর নিয়মিত অনুশীলনের মধ্যে রয়েছে টিম এগিয়ে চলো সংঘ। মাঝে ফটিকরায়ে স্থানীয় এক ফুটবল টুর্নামেন্টে খেলেও এসেছে। সব মিলিয়ে দারুণ ফর্মে রয়েছে টিম এগিয়ে চলো সংঘ। টিমে স্থানীয় ফুটবলারের পাশাপাশি সিকিম, মণিপুর ও কলকাতার বেশ কয়েকজন প্লেয়ার রয়েছে। সব মিলিয়ে দারুণ কম্বিনেশন টিমের ফুটবলারদের মধ্যে। শিল্ডে দুটো ম্যাচ খেলেই চ্যাম্পিয়ন হয়েছে এগিয়ে চলো সংঘ। সেমিফাইনালে বীরেন্দ্র ক্লাবকে ১-০ গোলে হারনোর পর ফাইনালে রামকৃষ্ণ ক্লাবকে ১-০ গোলে হারিয়েছিল টিম এগিয়ে চলো সংঘ। মরশুমে দ্বিমুকুট জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। প্রথম টার্গেট পূরণ হয়ে গেছে এবার লীগ। অন্যদিকে গতবারের বি ডিভিশন চ্যাম্পিয়ন দল হিসেবে লীগে এবার খেলছে ত্রিবেণী সংঘ। স্থানীয় ফুটবলারদের নিয়ে টিম গড়ে লীগে শুরুতে বেশ চমক দিয়েছে ত্রিবেণী সংঘ। তবে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারবে কিনা ত্রিবেণী সংঘ তাই এখন দেখার।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…