তুলে দেওয়া হলো উত্তর গেট থেকে রাজধানীর কর্নেল চৌমুহনী পর্যন্ত জারি থাকা ‘ ওয়ান ওয়ে সিস্টেম ’ এর যাবতীয় বিধিনিষেধ । অর্থাৎ এতোদিন যাবৎ নির্দিষ্ট সময়ে রাস্তার উভয় পাশের যানবাহন চলাচলের বিধিনিষেধ ছিলো তা তুলে নেওয়া হয় বুধবার । এর ফলে এখন থেকে রাস্তার উভয় পাশে রাত – দিন যানবাহন যাতায়াতে আর কোনও বাধা থাকলো না । পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ড . দেবপ্রিয় বর্ধন এদিন এক বিজ্ঞপ্তি জারি করে এতোদিন যাবৎ চলে আসা এই বিধিনিষেধ প্রত্যাহার করে দেন। জেলাশাসক ড . দেবপ্রিয় বর্ধন এতে জানান , ট্রাফিক পুলিশ সুপার গত ২২ আগষ্ট এক চিঠি মূলে তা প্রত্যাহারের জন্য আবেদন করেন । সেই সাথে তিনি এ ধরনের বিধিনিষেধের প্রয়োজনীয়তা রয়েছে বলেও মনে করেন না বলে জানিয়েছিলেন । তার অনুরোধ ছিলো সব অংশের জনগণের সুবিধার্থে যাতে তা প্রত্যাহার করা হয় । বুধবার তার আবেদনের উপর ভিত্তি করেই জেলাশাসক পূর্বতন বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নতুন নিয়মে রাস্তার উভয় পাশের যানবাহনের জন্যেই রাস্তা খোলা থাকবে বলে জানিয়ে দেন। যতদূর খবর, তাতে এতোদিন যাবৎ সকাল সাড়ে নয়টা থেকে এগারোটা এবং বিকেল পাঁচটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত নির্দিষ্টভাবে দেড় ঘণ্টা করে বন্ধ রাখা হতো একপাশের রাস্তা । এতে অনেক ক্ষেত্রেই যানবাহন চলাচলে ভীষণভাবে বিপাকে পড়তে হতো চালক সহ যাত্রী সাধারণকে । নতুন সিদ্ধান্তে আর এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না তাদের । উল্লেখ করা যেতে পারে, রাজ্যে নয়া মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার পরই এ ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। অবশেষে তার কথা মতোই প্রশাসনও সে পথে এগিয়েছে । বুধবার সিদ্ধান্ত ঘোষণা হবার পর রাজধানীর বহু সাধারণ নাগরিক , যানচালক থেকে শুরু করে অন্যান্য সব অংশের জনগণই তাই তাঁকে ধন্যবাদ জানাতেও ভুল করলেন না । এমনকী সামাজিক মাধ্যমেও তার এই উদ্যোগের প্রশংসা করে ধন্যবাদ জানাতে দেখা গিয়েছে অনেককেই ।
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…