আড়াইদিনে মিজোরামকে ইনিংস ও ৪৪ রানে হারানোর পর এবার সিকিম ম্যাচেও দলের লক্ষ্য জয় তোলা। আগামীকাল থেকে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে কর্নেল সিকে নাইডু ট্রফির ত্রিপুরা সিকিমের মধ্যে চারদিনের ক্রিকেট ম্যাচটি শুরু হচ্ছে।আজ সকালে দু’দলই এমবিবি স্টেডিয়ামে তাদের ব্যাট বলের চূড়ান্ত প্র্যাকটিস সেরে নিয়েছে। আগামীকাল সকাল নয়টায় ম্যাচ শুরু হচ্ছে।এদিকে, আগামীকাল থেকে ম্যাচ হলেও দু’দলের সামনে এখন প্রতিপক্ষ আবহাওয়া। আজ সারাদিনই আকাশ রোদহীন ছিল। আলোও কম ছিল। তাই আগামীকালও যদি আকাশ এমন মুখ করে থাকে তাহলে কিন্তু দিনের খেলা শুরু হতে দেরি হতেও পারে। তারপর দু’দলই আশাবাদী আগামীকাল রোদ উঠবে।তবে এই ম্যাচটি ত্রিপুরার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এরপর ত্রিপুরার পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী বাংলা।তাই মিজোরামের পর সিকিম ম্যাচ থেকেও যদি পুরো পয়েন্ট তুলে নেওয়া যায় তবে বাংলা ম্যাচের আগে দলের মনোবল বেশ চাঙ্গাই থাকবে।যতদূর খবর, সিকিম দলে বেশিরভাগই স্থানীয় ক্রিকেটার।তাদেরও এটি তৃতীয় ম্যাচ। এদিকে, বাংলা ম্যাচের আগে টিম ত্রিপুরা তার ক্রিকেটারদের খেলিয়ে তৈরি করে নিতে চাইছে।এ হিসাবে সিকিম ম্যাচে রাজ্যদলের হয়ে অভিষেক হবে ব্যাটার সপ্তজিৎ দাসের। অনূর্ধ্ব উনিশ ক্রিকেটে এ বছর সপ্তজিৎ খুব ভালো ব্যাটিং করায় নির্বাচকরা তাকে অনূর্ধ্ব পঁচিশ দলে খেলার সুযোগ করে দেয়। যদিও গত ম্যাচেই সপ্তজিতের দলে ঢোকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে গিয়ে দীপায়ন দেববর্মাকে খেলানো হয়। তবে এবার সিকিম ম্যাচে সপ্তজিতের অভিষেক হচ্ছে।জানা গেছে, পেসার শারুক হোসেনকে সিকিম ম্যাচে বিশ্রাম দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় অর্জুন দেবনাথকে খেলানো হবে।এদিকে, ওপেনার বাবুল দে-কে ই ম্যাচে টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিচ্ছে। বাবুল না খেললে দলের ইনিংসের সূচনায় পল্লব দাসের সঙ্গে আসবে সেন্টু সরকার। পল্লব মিজোরাম ম্যাচে শতরান করেছিল। তবে এই ম্যাচে দলের চোখ কিন্তু থাকবে নবাগত বোলার সন্দীপ সরকারের দিকেও। সন্দীপ মিজোরাম ম্যাচে মোট বারোখানা উইকেট তুলেছিল। প্রথম ইনিংসে সাত উইকেট, দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট। তাই সবার চোখ সন্দীপের দিকেও থাকবে। তবে অর্জুন সদ্য রঞ্জি ট্রফিতে খেলে এসেছে। এর অভিজ্ঞতা সে আগামীকাল থেকে শুরু হওয়া ম্যাচে কাজে লাগাতে চাইবেই অর্জুন। মোট কথা বাংলা ম্যাচের আগে নিজেদের অবস্থানকে আরও মজবুত করার এই সুযোগটা যে ভাবেই কাজে লাগাতেই চাইবে বিক্রম দেবনাথরা। তবে খেলাটার নাম কিন্তু ক্রিকেট। তাই সব কিছুই সতর্ক হয়ে খেলতে হবে।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…