Categories: খেলা

আজ থেকে নাইডু ট্রফিতে ত্রিপুরা-সিকিম ম্যাচ শুরু

এই খবর শেয়ার করুন (Share this news)

আড়াইদিনে মিজোরামকে ইনিংস ও ৪৪ রানে হারানোর পর এবার সিকিম ম্যাচেও দলের লক্ষ্য জয় তোলা। আগামীকাল থেকে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে কর্নেল সিকে নাইডু ট্রফির ত্রিপুরা সিকিমের মধ্যে চারদিনের ক্রিকেট ম্যাচটি শুরু হচ্ছে।আজ সকালে দু’দলই এমবিবি স্টেডিয়ামে তাদের ব্যাট বলের চূড়ান্ত প্র্যাকটিস সেরে নিয়েছে। আগামীকাল সকাল নয়টায় ম্যাচ শুরু হচ্ছে।এদিকে, আগামীকাল থেকে ম্যাচ হলেও দু’দলের সামনে এখন প্রতিপক্ষ আবহাওয়া। আজ সারাদিনই আকাশ রোদহীন ছিল। আলোও কম ছিল। তাই আগামীকালও যদি আকাশ এমন মুখ করে থাকে তাহলে কিন্তু দিনের খেলা শুরু হতে দেরি হতেও পারে। তারপর দু’দলই আশাবাদী আগামীকাল রোদ উঠবে।তবে এই ম্যাচটি ত্রিপুরার জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এরপর ত্রিপুরার পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী বাংলা।তাই মিজোরামের পর সিকিম ম্যাচ থেকেও যদি পুরো পয়েন্ট তুলে নেওয়া যায় তবে বাংলা ম্যাচের আগে দলের মনোবল বেশ চাঙ্গাই থাকবে।যতদূর খবর, সিকিম দলে বেশিরভাগই স্থানীয় ক্রিকেটার।তাদেরও এটি তৃতীয় ম্যাচ। এদিকে, বাংলা ম্যাচের আগে টিম ত্রিপুরা তার ক্রিকেটারদের খেলিয়ে তৈরি করে নিতে চাইছে।এ হিসাবে সিকিম ম্যাচে রাজ্যদলের হয়ে অভিষেক হবে ব্যাটার সপ্তজিৎ দাসের। অনূর্ধ্ব উনিশ ক্রিকেটে এ বছর সপ্তজিৎ খুব ভালো ব্যাটিং করায় নির্বাচকরা তাকে অনূর্ধ্ব পঁচিশ দলে খেলার সুযোগ করে দেয়। যদিও গত ম্যাচেই সপ্তজিতের দলে ঢোকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে গিয়ে দীপায়ন দেববর্মাকে খেলানো হয়। তবে এবার সিকিম ম্যাচে সপ্তজিতের অভিষেক হচ্ছে।জানা গেছে, পেসার শারুক হোসেনকে সিকিম ম্যাচে বিশ্রাম দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় অর্জুন দেবনাথকে খেলানো হবে।এদিকে, ওপেনার বাবুল দে-কে ই ম্যাচে টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিচ্ছে। বাবুল না খেললে দলের ইনিংসের সূচনায় পল্লব দাসের সঙ্গে আসবে সেন্টু সরকার। পল্লব মিজোরাম ম্যাচে শতরান করেছিল। তবে এই ম্যাচে দলের চোখ কিন্তু থাকবে নবাগত বোলার সন্দীপ সরকারের দিকেও। সন্দীপ মিজোরাম ম্যাচে মোট বারোখানা উইকেট তুলেছিল। প্রথম ইনিংসে সাত উইকেট, দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট। তাই সবার চোখ সন্দীপের দিকেও থাকবে। তবে অর্জুন সদ্য রঞ্জি ট্রফিতে খেলে এসেছে। এর অভিজ্ঞতা সে আগামীকাল থেকে শুরু হওয়া ম্যাচে কাজে লাগাতে চাইবেই অর্জুন। মোট কথা বাংলা ম্যাচের আগে নিজেদের অবস্থানকে আরও মজবুত করার এই সুযোগটা যে ভাবেই কাজে লাগাতেই চাইবে বিক্রম দেবনাথরা। তবে খেলাটার নাম কিন্তু ক্রিকেট। তাই সব কিছুই সতর্ক হয়ে খেলতে হবে।

Dainik Digital

Recent Posts

নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…

10 hours ago

বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক মোদী সরকারের!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…

10 hours ago

শূন্য কলস!!

শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…

15 hours ago

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

16 hours ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

16 hours ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

17 hours ago