মণিপুরে মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা, বন্ধ ইন্টারনেট,, কার্ফু জারি!!
আজ থেকে রবীন্দ্র ভবনে আন্তর্জাতিক পুতুল নাটক!!
অনলাইন প্রতিনিধি :-এ বছর ত্রিপুরা পাপেট থিয়েটার পদার্পণ করলো ৫০তম বর্ষে। সুবর্ণজয়ন্তীর এই বিশেষ সময়টিকে স্মরণীয় করে রাখার জন্য তাঁরা আয়োজন করেছে তিনদিনব্যাপী ‘ত্রিপুরা ইন্টারন্যাশনাল পাপেট উৎসব ২০২৪’ নামক এক বিশাল পুতুল নাটক সমারোহ।২৬ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দুই নম্বর প্রেক্ষাগৃহে হবে এই উৎসব। সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে এমন ব্যাপক পরিসরে পুতুল নাটকের আসর এই প্রথম। এই আন্তর্জাতিক উৎসবে ত্রিপুরা এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং নয়াদিল্লীর গ্রুপ ছাড়াও অংশগ্রহণ করছে আমেরিকা, ব্রাজিল,স্পেন ও বাংলাদেশের প্রখ্যাত তিনটি পাপেট থিয়েটারের দল।প্রতিদিনের শোতেই থাকছে তিনটি অথবা চারটি পুতুল নাটক।এছাড়াও উৎসবের শেষ দিনে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারী,সকাল ১১টায় বাড়তি পাওনা হিসাবে থাকবে পুতুল নাটক বিষয়ে একটি সেমিনার,যার শিরোনাম “The- atre and Puppetry are the two effective tools of learning & aware- ness”।তিনদিনের এই উৎসবে প্রবেশ অবাধ। উল্লেখ্য, ১৯৭৪ সালে ত্রিপুরার প্রথিতযশা শিল্পী প্রয়াত হরিপদ দাশের হাত ধরে যাত্রা শুরু করে দেশের অন্যতম পুতুল নাটক সংস্থা ত্রিপুরা পাপেট থিয়েটার।প্রতিষ্ঠার সময় থেকেই এই প্রতিষ্ঠানটি অনাবিল আনন্দদানের পাশাপাশি জনসাধারণকে সামাজিক ভাবে সচেতন করে তোলার দায়িত্ব পালন করে এসেছে অত্যন্ত সাফল্যের সঙ্গে।ত্রিপুরার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি এবং সাহিত্যের সাথে পুতুল নাটক নামক শিল্পটির মেলবন্ধনও ঘটিয়েছে ত্রিপুরা পাপেট থিয়েটার যথেষ্ট শিল্প নৈপুণ্যের সঙ্গে।শুরুর দিন থেকে আজ পর্যন্ত,সুদীর্ঘ এই পঞ্চাশ বছরে পুতুল নাটকের সার্বিক উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যেই প্রয়াস জারি রেখেছে ত্রিপুরা পাপেট থিয়েটারের সমগ্র পরিবার।তাঁদের হাত ধরেই এই রাজ্যের পুতুল নাট্য স্থান করে নিয়েছে দেশ বিদেশের বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে। বর্তমানেও এই প্রতিষ্ঠানটি তাঁদের অভিনব কর্মপ্রয়াসের মধ্য দিয়ে চেষ্টা করছে পরবর্তী প্রজন্মের মধ্যে এই শিল্পের প্রতি ভালোবাসার বীজ বপন করে দিতে এবং একই প্রস্তুতি হিসাবে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা বিনামূল্যে,সফলভাবে করে চলেছেন শিশুদের নিয়ে, শিশুদের জন্য পুতুল নাটক প্রশিক্ষণ ও উপস্থাপনা। তিনদিনের এই আন্তর্জাতিক পুতুল নাটক উৎসবকে সার্বিক ভাবে সফল করে তোলার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে ত্রিপুরা পাপেট থিয়েটার।