আজ থেকে শুরু বিধানসভার শীতকালীন অধিবেশন!!
অনলাইন প্রতিনিধি :-আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন।২০২৪ নতুন বছরে এটাই প্রথম বিধানসভার অধিবেশন।প্রথা অনুযায়ী বছরের প্রথম বিধানসভা অধিবেশন শুরু হবে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে।শুক্রবার সকাল এগারোটায় অধিবেশন শুরু হবে।প্রথমেই ভাষণ রাখবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।রাজ্যপালের ভাষণের পর শোক প্রস্তাব পাঠ এবং সদ্য প্রয়াত রামনগর কেন্দ্রের বিজেপি বিধায়ক প্ৰাক্তন মন্ত্রী সুরজিৎ দত্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে এরপর বিধানসভা অধিবেশন এদিনের জন্য মুলতুবি ঘোষণা করা হতে পারে।নির্ধারিত সূচি অনুযায়ী শনি ও রবিবার অধিবেশন বন্ধ থাকবে।সোমবার সকাল এগারোটা থেকে আবার অধিবেশন শুরু হবে।চলবে টানা চারদিন ১১ জানুয়ারী পর্যন্ত।এই চারদিন রাজ্যপালের ভাষণের উপর আলোচনা ছাড়াও প্রশ্নোত্তর পর্ব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন হতে পারে বিধানসভায়।উত্থাপন করা হবে দুই-তিনটি বিলও। বিধানসভার অধিবেশনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন।