Categories: দেশ

আজ থেকে শুরু হচ্ছে হাসিনার ভারত সফর

এই খবর শেয়ার করুন (Share this news)

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ৪ দিনের সরকারী সফরে ভারতে যাচ্ছেন। শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের মধ্যে ৭ চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড . এ কে আবদুল মোমেন । রবিবার বিকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়ে বলেন , সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক হবে । তবে আনুষ্ঠানিক বৈঠকে বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন নিয়ে কোনও আলোচনা হবে না । দিল্লীতে দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে দুই দেশের অভিন্ন নদীর জল ব্যবস্থাপনা , বিজ্ঞান ও প্রযুক্তি , রেলওয়ে , আইন , তথ্য ও সম্প্রচার , প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা সম্পর্কিত চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে । তবে এর বাইরেও আরও কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে । আনুষ্ঠানিক আলোচনা শেষে দুই দেশের প্রধানমন্ত্রী একটি যৌথ বিবৃতি প্রকাশ করবেন। দ্বিপক্ষীক বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বৈঠকে দু দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি যেমন – দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ , বিনিয়োগ বৃদ্ধি , বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা , জনযোগাযোগ , অভিন্ন নদীর জল বন্টন , নদীর অববাহিকাভিত্তিক জলসম্পদ ব্যবস্থাপনা, সীমান্ত সুরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধ প্রভৃতি আলোচনায় গুরুত্ব পাবে। এবারের সফরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যেসব ভারতীয় সেনাসদস্য শহিদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের হাতে। ‘ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টুডেন্ট স্কলারশিপ ’ তুলে দেবেন শেখ হাসিনা । ৭ সেপ্টেম্বর বাংলাদেশ ও ভারতের ব্যবসায়িক প্রতিনিধিদের অংশগ্রহণ একটি বিজনেস ইভেন্ট অনুষ্ঠিত হবে । বিজনেস ইভেন্টের মাধ্যমে যেমন বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশের চিত্র ভারতীয় ব্যবসায়ীদের কাছে তুলে একটি ধরা যাবে , তেমনি ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করা সম্ভব হবে । শেখ হাসিনা ২০১৯ সালের অক্টোবর মাসে সর্বশেষ ভারত সফর করেন । পরবর্তীতে কোভিড মহামারির ফলে বিগত ২০২০ সালে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী এক ভার্চুয়াল সামিটে অংশগ্রহণ করেন । ২০২১ সালের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী এবং ডিসেম্বর মাসে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী , বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণ জয়ন্তী উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সফর করেন । এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অনিষ্পন্ন বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা অর্জন করা যাবে বলে প্রতীয়মান হয় । বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক গভীরতর হওয়া সহ সার্বিকভাবে এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে নতুন নতুন উদ্যোগ গৃহীত হবে । চলমান কোভিড মহামারি , ইউক্রেন সংকট এবং বিশ্বমন্দার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ভারত সফর দু’দেশের পারস্পরিক অসমঝোতা ও সাহায্যের মাধ্যমে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে প্রয়োজনীয় কার্যক্রম / নীতি নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

আইনে পরিণত ওয়াকফ সংশোধনী বিল!!

অনলাইন প্রতিনিধি :-আইনে পরিণত হলো ওয়াকফ বিল। বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায়।দীর্ঘ আলোচনার পর…

21 hours ago

প্যারা জাম্পে প্রাণ গেল স্কাইডাইভারের!!

অনলাইন প্রতিনিধি :-চার দিন আগে বুধবার গুজরাটের জামনগরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি জাগুয়ার…

21 hours ago

নীতি আয়োগের সর্বশেষ রিপোর্টে, ত্রিপুরা এখন ‘ফ্রন্ট রানার স্টেট’ ১৭টি সূচকে গড়ে প্রাপ্ত নম্বর ৭১!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থবছরে নীতি আয়োগের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে দেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরাকে…

21 hours ago

প্রতি গ্রামে ১ কোটি টাকা, ঘোষণা অমিত শাহের!!

অনলাইন প্রতিনিধি :-ছত্রিশগঢ়ের প্রতিটি গ্রামকে যদি নকশালমুক্ত ঘোষণা করা যায়, তাহলেই মিলবে বড় পুরস্কার—প্রতিটি গ্রাম…

21 hours ago

মোদির মাস্টার প্ল্যান!!

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান…

21 hours ago

রামনবমীতেই ভার্টিকাল লিফট’ রেল সি-ব্রিজ উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে!!

অনলাইন প্রতিনিধি:-তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত নির্মিত রেল সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট…

21 hours ago