অনলাইন প্রতিনিধি :- ভারতীয় রেলের আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে অমৃত মহোৎসব ঘিরে সারা দেশজুড়ে নানা পদক্ষেপ গ্রহণ করছে রেল। এরই অঙ্গ হিসাবে আগামীকাল ৬ আগষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৩০৯টি স্টেশন আধুনিকীকরণের কর্মসূচির সূচনা করবেন। দেশের রাজধানী শহর নয়াদিল্লীতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা সহ দেশের অন্যান্য রাজ্যে অনুরূপ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা অংশ নেবেন। ত্রিপুরায় এ উপলক্ষে আয়োজিত মূল অনুষ্ঠান হবে মাতাবাড়ি সংলগ্ন উদয়পুর স্টেশনে। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও মহিলা ক্ষমতায়ন বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক প্রমুখের অংশ নেওয়ার কথা রয়েছে।ধর্মনগর এবং কুমারঘাটস্টেশনে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতি ত্রিপুরা।শনিবার সকালে আগরতলা রেল স্টেশনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলের লামডিঙ বিভাগের অতিরিক্ত বিভাগীয় আধিকারিক তথা এডিআরএম সাই সিং খুঙগ্রিমাই সহ অন্যান্য আধিকারিকরা তুলে ধরেন বিস্তারিত তথ্য। বলেন, অমৃত ভারত স্টেশন প্রকল্পের সূচনা করবেন দেশের প্রধানমন্ত্রী। প্রকল্পের আওতায় রয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের মোট ৯১টি স্টেশন। এর মধ্যে লামডিঙ বিভাগে রয়েছে ১৫টি স্টেশন। তার মধ্যে ত্রিপুরার উদয়পুর, কুমারঘাট ও ধর্মনগর স্টেশন রয়েছে। দেশজুড়ে পুরো প্রকল্পের জন্য খরচ হবে ৫১ হাজার কোটি টাকা। রাজ্যের উল্লেখিত তিনটি স্টেশনের জন্য খরচ হবে প্রায় ৯০ কোটি টাকা।সাংবাদিক সম্মেলনে জানানো হয় রাজ্যের প্রধান স্টেশন আগরতলাকে বিশ্বমানের স্টেশনে রূপান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের আওতায়। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি সহ স্টেশনের সৌন্দর্যায়ন ইত্যাদি করা হবে। এই প্রকল্প রূপায়ণে রেলের তরফে দেশজুড়ে জোর তৎপরতা চলছে।খোদ দেশের প্রধানমন্ত্রীকে দিয়ে প্রকল্পের সুচনার উদ্যোগ নেওয়া হয়েছে একে বাড়তি গুরুত্ব দেওয়ার লক্ষ্যেই।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…