আজ নিয়ম রক্ষার ম্যাচে ভারত-আফগানিস্তান
এশিয়া কাপ টি -২০ ক্রিকেটের দুই ফাইনালিস্ট টিমের নাম চূড়ান্ত হয়ে গেছে । যদিও সুপার ফোরের দুটি ম্যাচ বাকি । আজ সুপার ফোরের নিয়মরক্ষার মাচে খেলবে ভারত ও আফগানিস্তান । সুপারে ভারত ও আফগানিস্তান দুটি করে ম্যাচ হেরেছে । আজ দুটি দলের শেষ ম্যাচ । এই ম্যাচ যারা জিতবে তারা একটি ম্যাচে জয়ের সান্ত্বনা পাবেন । এশিয়া কাপে কিন্তু এখনও ভারত ও আফগানিস্তানের দেখা হয়নি । আজ দু’দলের প্রথম সাক্ষাৎকারে কারা জেতে তাই দেখার অপেক্ষা ।