Categories: খেলা

আজ পন্ডিচেরিতে দলীপ ট্রফির পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল ম্যাচ শুরু

এই খবর শেয়ার করুন (Share this news)

অধিনায়ক মনোজ তিওয়ারি নাকি তাকে প্রস্তুত থাকতে বলেছেন । তাই সবকিছু ঠিকঠাক থাকলে এবারের দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলীয় দলের হয়ে লাল বল হাতে জবাবের উদ্দেশে ছুটতে পারেন রাজ্যের প্রাক্তন রঞ্জি অধিনায়ক মণিশঙ্কর মুড়াসিং । আজ থেকে পণ্ডিচেরী ক্রিকেট সংস্থার দুই নম্বর মাঠে দলীপ ট্রফির পূর্বাঞ্চল বনাম উত্তরাঞ্চলের মধ্যে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি শুরু হবে । কিন্তু ম্যাচ শুরুর ঠিক একদিন আগেই পণ্ডিচেরীতে বৃষ্টির আবির্ভাব । মঙ্গলবার রাতে বৃষ্টি হওয়ায় গতকাল সকালে নেট প্র্যাকটিস বাতিল হয়ে যায় । শুধু পূর্বাঞ্চলেরই নয় মনদীপ সিংয়ের নেতৃত্বাধীন উত্তরাঞ্চলেরও । তবে মঙ্গলবার পূর্বাঞ্চল নেটে অনেকটা সময়ই ব্যাট বলের প্রস্তুতি সেরে নেয় । কোচ সৌরাশিস লাহিড়ি প্রথম দিকে নেটে বল করার জন্য মণিশঙ্করকে ডেনে নেন । নেটে দুই জোড়া ব্যাটারের বিরুদ্ধে বল করেন মণিশঙ্কর । প্র্যাকটিসের একফাঁকে অধিনায়ক মনোজ তিওয়ারী নাকি মণিশঙ্করকে বলেও যান , রেডি থাকিস । এখন দেখার শেষ পর্যন্ত মণিশঙ্করের স্বপ্নপূরণ হয় কিনা । ২০১২-১৩ সালেও দলীপ ট্রফির পূর্বাঞ্চল দলের হয়ে খেলার ডাক পেয়েছিলেন মণিশঙ্কর । তবে খেলার সুযোগ হয়নি । এবারও কি একই হবে না স্বপ্নপূরণ । তা আজ পরিষ্কার হবে । এদিকে সকালের পর রৌদ্র থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় দিনের প্র্যাকটিস সেশন বাতিল করে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট । সারাদিন রৌদ্র থাকলেও বিকালের দিকে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায় । এতে করে আজ ম্যাচের প্রথম দিন খেলা হবে কিনা তা নিয়েও আশঙ্কায় দু’দল । তবে আশা করা হচ্ছে আজ খেলা হবে তবে দেরিতে, যদি রৌদ্র উঠে । এদিকে , ত্রিপুরার অনেক পরে বোর্ডের অনুমোদন পাওয়া পণ্ডিচেরী ক্রিকেট সংস্থা ক্রিকেটে কতটা উন্নতি করেছে , এগিয়ে গেছে তাই আজ দু’দলের ক্রিকেটাররাও চাক্ষুষ করলেন । পাশাপাশি তিনটা ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও রয়েছে তিন – চারটি প্র্যাকটিস মাঠ ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

উত্তরপ্রদেশে রাজধানী-সহ দুই ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা!!

অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…

20 hours ago

কার লাভ কার ক্ষতি!!

জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…

20 hours ago

দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে,জানাল কেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…

21 hours ago

বন্দর নিষেধাজ্ঞা, আইসিপিতে বণিক প্রতিনিধি নিয়ে বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…

22 hours ago

বন্ধ করা হল কাজিরাঙা জাতীয় উদ্যান!!

অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…

22 hours ago

দেশজুড়ে প্রি-খরিফ প্রচারে,ল্যাব-টু-ল্যান্ড কৃষি জাগরণ কৃষিরথে রাজ্য ঘুরবেন রতন!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…

22 hours ago