প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে । চারদিনব্যাপী পূর্বোত্তর আন্ত:রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর আজ ( বৃহস্পতিবার ) থেকে আগরতলায় শুরু হতে যাচ্ছে । রাজধানীর এনএসআরসিসির ব্যাডমিন্টন হলে হচ্ছে এই প্রতিযোগিতা । উদ্যোক্তা ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত । স্বাগতিক ত্রিপুরা সহ পূর্বোত্তরের আটটি রাজ্য অংশগ্রহণ করতে চলেছে এই আসরে । আজ বহি:রাজ্যের টিমগুলো আগরতলায় আসতে শুরু করেছে । বৃহস্পতিবার সকাল দশটায় এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান । উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা । প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ প্রতিমা ভৌমিক । এছাড়া , বিশেষ অতিথি হিসাবে থাকছেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় , ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইণ্ডিয়ার যুগ্ম সচিব ওমর রশিদ ও ক্রীড়া সচিব প্রদীপ কুমার চক্রবর্তী । অপরদিকে , আগামী এগারো সেপ্টেম্বর সকাল দশটায় সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ , পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায় , ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী , খাদ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব । ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব সঞ্জীব সাহা জানান , চারদিনব্যাপী আয়োজিত এই আসরে জুনিয়র ও সিনিয়র দুটো বিভাগে প্রতিযোগিতা হচ্ছে । এখন পর্যন্ত যা খবর এই আসরে পূর্বোত্তরের বিভিন্ন রাজ্য থেকে সব মিলিয়ে ১৪৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে চলেছে । অফিসিয়াল সংখ্যা উনিশজন । শহরের বিভিন্ন হোটেলে টিমগুলোর থাকার ব্যবস্থা করা হয়েছে । উল্লেখ্য , এর আগে গত ২০১১ সালে ব্যাডমিন্টনের পূর্বোত্তর আন্ত:রাজ্য প্রতিযোগিতা রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল । ব্যাডমিন্টনের এই বৃহৎ আসরকে ঘিরে রাজ্যের ব্যাডমিন্টন খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে । রাজ্য সংস্থার তরফে আসরের আয়োজনের যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে । এদিকে , এই আসরের লক্ষ্যে কুড়িজনের ত্রিপুরা টিম ( পুরুষ ও মহিলা ) গঠন করা হয়েছে । কোচ মণীশ ভক্তের কোচিংয়ে গত অনেকদিন ধরেই রাজ্যদলের প্রস্তুতি চলছে । ব্যাডমিন্টন ফেডারেশন অব ইণ্ডিয়ার সহযোগিতা নিয়ে এতো বড় আসরের আয়োজন করা হচ্ছে । রাজ্যে এতো বৃহৎ আসর আয়োজনের মধ্য দিয়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং খেলার অভিজ্ঞতা অর্জন করবে । পাশাপাশি তিনি জানান , এই আসরের বাজেট ধরা হয়েছে সাঁইত্রিশ লক্ষ টাকা । যার মধ্যে ফেডারেশন দশ লক্ষ টাকা প্রদান করেছে । এই আসরকে সার্বিকভাবে সফল করে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন রাজ্য সংস্থার সচিব ।
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেররাজধানী শহর আগরতলার যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে উড়াল সেতু। শহরের পশ্চিম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যেরসরকারী স্কুলে পরীক্ষার সূচি প্রকাশ হতেই রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীদের উপর জুলুমের অভিযোগ উঠেছে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সুনির্দিষ্ট একটি প্রতীককে ত্রিপুরা সরকারের রাজ্য প্রতীক/লোগো হিসেবে ব্যবহারের…
অনলাইন প্রতিনিধি :-সবকিছু ঠিক থাকলে আগামীকালই বিজেপির দশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নামে চূড়ান্ত সীলমোহর পড়বে।…