Categories: খেলা

আজ পূর্বোত্তর আন্তঃরাজ্য ব্যাডমিন্টনের উদ্বোধন

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে । চারদিনব্যাপী পূর্বোত্তর আন্ত:রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর আজ ( বৃহস্পতিবার ) থেকে আগরতলায় শুরু হতে যাচ্ছে । রাজধানীর এনএসআরসিসির ব্যাডমিন্টন হলে হচ্ছে এই প্রতিযোগিতা । উদ্যোক্তা ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত । স্বাগতিক ত্রিপুরা সহ পূর্বোত্তরের আটটি রাজ্য অংশগ্রহণ করতে চলেছে এই আসরে । আজ বহি:রাজ্যের টিমগুলো আগরতলায় আসতে শুরু করেছে । বৃহস্পতিবার সকাল দশটায় এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান । উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডা . মানিক সাহা । প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সাংসদ প্রতিমা ভৌমিক । এছাড়া , বিশেষ অতিথি হিসাবে থাকছেন ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় , ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইণ্ডিয়ার যুগ্ম সচিব ওমর রশিদ ও ক্রীড়া সচিব প্রদীপ কুমার চক্রবর্তী । অপরদিকে , আগামী এগারো সেপ্টেম্বর সকাল দশটায় সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মণ , পরিবহণমন্ত্রী প্রণজিৎ সিংহরায় , ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী , খাদ্য দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব । ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সচিব সঞ্জীব সাহা জানান , চারদিনব্যাপী আয়োজিত এই আসরে জুনিয়র ও সিনিয়র দুটো বিভাগে প্রতিযোগিতা হচ্ছে । এখন পর্যন্ত যা খবর এই আসরে পূর্বোত্তরের বিভিন্ন রাজ্য থেকে সব মিলিয়ে ১৪৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করতে চলেছে । অফিসিয়াল সংখ্যা উনিশজন । শহরের বিভিন্ন হোটেলে টিমগুলোর থাকার ব্যবস্থা করা হয়েছে । উল্লেখ্য , এর আগে গত ২০১১ সালে ব্যাডমিন্টনের পূর্বোত্তর আন্ত:রাজ্য প্রতিযোগিতা রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল । ব্যাডমিন্টনের এই বৃহৎ আসরকে ঘিরে রাজ্যের ব্যাডমিন্টন খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে । রাজ্য সংস্থার তরফে আসরের আয়োজনের যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে । এদিকে , এই আসরের লক্ষ্যে কুড়িজনের ত্রিপুরা টিম ( পুরুষ ও মহিলা ) গঠন করা হয়েছে । কোচ মণীশ ভক্তের কোচিংয়ে গত অনেকদিন ধরেই রাজ্যদলের প্রস্তুতি চলছে । ব্যাডমিন্টন ফেডারেশন অব ইণ্ডিয়ার সহযোগিতা নিয়ে এতো বড় আসরের আয়োজন করা হচ্ছে । রাজ্যে এতো বৃহৎ আসর আয়োজনের মধ্য দিয়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং খেলার অভিজ্ঞতা অর্জন করবে । পাশাপাশি তিনি জানান , এই আসরের বাজেট ধরা হয়েছে সাঁইত্রিশ লক্ষ টাকা । যার মধ্যে ফেডারেশন দশ লক্ষ টাকা প্রদান করেছে । এই আসরকে সার্বিকভাবে সফল করে তুলতে সবার সহযোগিতা চেয়েছেন রাজ্য সংস্থার সচিব ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

16 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

17 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

17 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

17 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

17 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

17 hours ago