Categories: খেলা

আজ মাঠে নামছে ত্রিপুরা

এই খবর শেয়ার করুন (Share this news)

দিল্লীতে ৬১ তম সুব্রত মুখার্জি কাপ স্কুল ফুটবল আসরে গ্রুপের প্রথম ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ টিএএফএস । আগামীকাল ( বুধবার ) বিকেল সাড়ে চারটায় ম্যাচটি হবে । আসরে ‘ ডি ’ গ্রুপে রয়েছে ত্রিপুরা । আর ত্রিপুরার গ্রুপে রয়েছে ঝাড়খণ্ড ও টিএএফএস । ৮ সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ত্রিপুরার সামনে ঝাড়খণ্ড । বিকেল সাড়ে চারটায় ম্যাচটি হবে । দিল্লীর এয়ারফোর্সের নিজস্ব গ্রাউণ্ডে ম্যাচ গুলো হবে । আগামীকাল গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নামার আগে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে ত্রিপুরা দল । গেম ভেন্যুর পাশের মাঠে আজ সকালে ঘন্টাখানেক প্র্যাকটিস করেছে ত্রিপুরা টিম । উল্লেখ্য , অনূর্ধ্ব ১৪ বয়স গ্রুপের এই আসরে এবার রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে জম্পুইজলার সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল । আজ বিকেলে টিম মিটিংয়ের পর আগামীকাল ম্যাচের জন্য প্রথম একাদশ ঠিক করে নেওয়া হয়েছে । ত্রিপুরা টিমের কোচ বুদ্ধদেব দেববর্মা ও ম্যানেজার সুবোধ দেববর্মা জানান , টিম মাঠে নামার জন্য প্রস্তুত । আশা করছি ভালো খেলবে টিম । এর আগে রাজ্যের হয়ে জম্পুইজলার সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল দিল্লীতে সুব্রত মুখার্জি কাপ ফুটবল আসরে খেললেও কোয়ার্টার ফাইনাল গিয়ে শেষ পর্যন্ত থামতে হয়েছে । তবে এবার রেজাল্ট অনেকটাই ভালো হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দলের ম্যানেজার সুবোধ দেববর্মা । রাজ্যে এস , এম , কাপ স্কুল ফুটবলের প্রতিটি স্তরে ভালো খেলেছে টিমটা । উল্লেখ্য , আজ থেকে দিল্লীতে এই টুর্নামেন্টটি শুরু হয়েছে যা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে । আজ বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে । উল্লেখ্য , কোভিড পরিস্থিতির কারণ গত দু’বছর ধরে দিল্লীতে সুব্রত মুখার্জি কাপ ফুটবল আসর হয়নি । শেষ বার ২০১৯ সালে এই টুর্নামেন্টটি হয়েছিল । আগমীকাল প্রথম একাদশে যারা খেলছে – তন জমাতিয়া ( গোল রক্ষক ( , আক্রমণ ভাগে ইসাক দেববর্মা , অরিন্দম দেববর্মা , অমরজিৎ দেববর্মা ও ইসাক দেববর্মা । মাঝমাঠে রোহিত দেববর্মা , কিষান দেববর্মা ( অধিনায়ক ) আশুতোষ দেববর্মা ও বিজয় দেববর্মা । রক্ষণভাগে ফিলিমন দেববর্মা , জেটলি কলই ও মসিয়া দেববর্মা ।

Dainik Digital

Recent Posts

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

2 mins ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

3 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

3 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

3 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

3 hours ago

শিক্ষক সংকটে ধুঁকছে স্কুল,তলানিতে ছাত্র সংখ্যা।।

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব সংকটে। সরকারী স্কুলগুলিতে নিয়মিত পড়াশোনা হচ্ছে না। গত ১০…

3 hours ago