Categories: খেলা

আজ মাঠে নামছে ত্রিপুরা

এই খবর শেয়ার করুন (Share this news)

দিল্লীতে ৬১ তম সুব্রত মুখার্জি কাপ স্কুল ফুটবল আসরে গ্রুপের প্রথম ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ টিএএফএস । আগামীকাল ( বুধবার ) বিকেল সাড়ে চারটায় ম্যাচটি হবে । আসরে ‘ ডি ’ গ্রুপে রয়েছে ত্রিপুরা । আর ত্রিপুরার গ্রুপে রয়েছে ঝাড়খণ্ড ও টিএএফএস । ৮ সেপ্টেম্বর গ্রুপের দ্বিতীয় তথা শেষ ম্যাচে ত্রিপুরার সামনে ঝাড়খণ্ড । বিকেল সাড়ে চারটায় ম্যাচটি হবে । দিল্লীর এয়ারফোর্সের নিজস্ব গ্রাউণ্ডে ম্যাচ গুলো হবে । আগামীকাল গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নামার আগে নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে ত্রিপুরা দল । গেম ভেন্যুর পাশের মাঠে আজ সকালে ঘন্টাখানেক প্র্যাকটিস করেছে ত্রিপুরা টিম । উল্লেখ্য , অনূর্ধ্ব ১৪ বয়স গ্রুপের এই আসরে এবার রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে জম্পুইজলার সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল । আজ বিকেলে টিম মিটিংয়ের পর আগামীকাল ম্যাচের জন্য প্রথম একাদশ ঠিক করে নেওয়া হয়েছে । ত্রিপুরা টিমের কোচ বুদ্ধদেব দেববর্মা ও ম্যানেজার সুবোধ দেববর্মা জানান , টিম মাঠে নামার জন্য প্রস্তুত । আশা করছি ভালো খেলবে টিম । এর আগে রাজ্যের হয়ে জম্পুইজলার সুধন্য দেববর্মা মেমোরিয়াল স্কুল দিল্লীতে সুব্রত মুখার্জি কাপ ফুটবল আসরে খেললেও কোয়ার্টার ফাইনাল গিয়ে শেষ পর্যন্ত থামতে হয়েছে । তবে এবার রেজাল্ট অনেকটাই ভালো হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন দলের ম্যানেজার সুবোধ দেববর্মা । রাজ্যে এস , এম , কাপ স্কুল ফুটবলের প্রতিটি স্তরে ভালো খেলেছে টিমটা । উল্লেখ্য , আজ থেকে দিল্লীতে এই টুর্নামেন্টটি শুরু হয়েছে যা ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে । আজ বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে । উল্লেখ্য , কোভিড পরিস্থিতির কারণ গত দু’বছর ধরে দিল্লীতে সুব্রত মুখার্জি কাপ ফুটবল আসর হয়নি । শেষ বার ২০১৯ সালে এই টুর্নামেন্টটি হয়েছিল । আগমীকাল প্রথম একাদশে যারা খেলছে – তন জমাতিয়া ( গোল রক্ষক ( , আক্রমণ ভাগে ইসাক দেববর্মা , অরিন্দম দেববর্মা , অমরজিৎ দেববর্মা ও ইসাক দেববর্মা । মাঝমাঠে রোহিত দেববর্মা , কিষান দেববর্মা ( অধিনায়ক ) আশুতোষ দেববর্মা ও বিজয় দেববর্মা । রক্ষণভাগে ফিলিমন দেববর্মা , জেটলি কলই ও মসিয়া দেববর্মা ।

Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

1 day ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

1 day ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

1 day ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

1 day ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago