প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
আজ যাত্রা শুরু মুম্বাই-আগরতলা এক্সপ্রেস ট্রেনের।।

অনলাইন প্রতিনিধি :-দুর্গাপুজোর পঞ্চমী তিথির বিকালে আনুষ্ঠানিকভাবে মুম্বাইয়ের সঙ্গে রেলপথে সংযোগ স্থাপন হবে আগরতলার। বৃহস্পতিবার পঞ্চমীতে এ উপলক্ষে আগরতলা রেলস্টেশনে হাজির থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা,পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যরা।

বিকাল সাড়ে তিনটায় শুরু হবে দূরপাল্লার এক্সপ্রেস এবং ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান।পাশাপাশি একই সঙ্গে আগরতলা স্টেশনের চলমান সিঁড়িরও আনুষ্ঠানিক উদ্বোধন হবে। মুম্বাইয়ের লোকমান্য তিলক টার্মিনাস স্টেশনের সঙ্গে গুয়াহাটির কামাখ্যা স্টেশনের বহু আগে থেকেই দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের সংযোগ রয়েছে।এই ট্রেনই কামাখ্যার পরিবর্তে বর্ধিত হবে রাজ্যের আগরতলা স্টেশন পর্যন্ত।

বৃহস্পতিবারের উদ্বোধনী যাত্রার পর থেকে প্রতি সপ্তাহে একদিন করে -আগরতলা, লোকমান্য তিলক টার্মিনাস স্টেশনের উভয় দিকে চলাচল করবে এই ট্রেনটি।বৃহস্পতিবার আগরতলা-সাক্রম-আগরতলার মধ্যে কোভিডের আগে চলাচল করা ডেমু ট্রেনে নতুন করে নিয়মিত চলাচল শুরু হবে।