আজ শুরু সংসদের দ্বিতীয় পর্ব!

 আজ শুরু সংসদের দ্বিতীয় পর্ব!
এই খবর শেয়ার করুন (Share this news)

দ্বিতীয় দফার সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল,সোমবার থেকে। সরকার পক্ষ চাইছে এবারের বাজেট অধিবেশনে অর্থ বিল পাস করিয়ে নিতে। অন্যদিকে বিরোধীরা কোমর বাঁধছে সরকারকে চেপে ধরতে। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার, বিশেষ করে বিরোধীদের প্রতি অপব্যবহার নিয়ে এবার সংসদে সরকারকে চেপে ধরতে চায় বিরোধীরা। এছাড়াও আদানি ইস্যুতে সরকারকে চাপে ফেলতে প্রস্তুত হচ্ছে বিরোধীরা।এ নিয়ে বিরোধীরা স্ট্র্যাটেজি ঠিক করতে আগামীকাল, সোমবার সকালে নিজেদের মধ্যে আলোচনায় বসছে। আগামীকালই সংসদ বসার সাথে সাথে আদানি কাণ্ডে সরকারকে ঘিরে ফেলার পরিকল্পনা নিচ্ছে বিরোধীরা। এর আগেও সংসদে আদানি কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) গঠনের দাবিতে অনড় ছিল বিরোধীরা। যদিও সংসদের প্রথম দফার অধিবেশন প্রায়শই ভণ্ডুল হয়েছে আদানি কাণ্ডের পরিপ্রেক্ষিতে। কংগ্রেস নেতা কে
সুরেশ জানান, কংগ্রেস দল আদানি কাণ্ডে সরকারের কাছ থেকে জবাব চায়।কংগ্রেসের দাবি হচ্ছে গঠন। জেপিসি
এছাড়াও সম্প্রতি বিরোধীদের বেছে বেছে সিবিআই, ইডির অভিযান, নোটিশ ঘিরেও এবার সরকারকে চেপে ধরতে পারে বিরোধীরা। বিরোধীদের বক্তব্য, সরকার সিবিআই, ইডির মতো সংস্থাগুলিকে নিজেদের দলের স্বার্থে ব্যবহার করছে।বিরোধীদের টার্গেট করছে সিবিআই। অন্যদিকে, কেন্দ্রীয় সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল এদিন সংবাদ সংস্থাকে জানান যে,এবারের বাজেট অধিবেশনে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে যে বিষয়টি চায় তাহলো অর্থ বিল পাস করিয়ে নেওয়া। এছাড়া রেল, পঞ্চায়েত, পর্যটন, সংস্কৃতি, স্বাস্থ্য ইত্যাদি মন্ত্ৰক নিয়ে এবার আলোচনা হবে। স্পিকার ওম বিড়লা জানান, যেসমস্ত বিষয়গুলি আলোচনার জন্য এখনও উত্থাপিত হয়নি বা তা আলোচনা হবে এবং পরবর্তীতে ভোটদানের মাধ্যমে পাস করানো হবে। এরপর অর্থ বিল পাস করানো হবে, এরপর বিরোধীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হবে। তবে অগ্রাধিকারের বিষয় হচ্ছে অর্থবিল পাস করা। উল্লেখ্য, সংসদের বাজেট।অধিবেশন শুরু হয়েছিলো গত ৩১ জানুয়ারী। আগামী ৬ এপ্রিল তা শেষ হবার কথা রয়েছে। এর মধ্যে মাঝখানে বিরতির পর আগামীকাল ফের দ্বিতীয় পর্যায়ে সংসদের অধিবেশন শুরু হতে যাচ্ছে।এবারের দ্বিতীয় পর্যায়ের বাজেট অধিবেশনও উত্তপ্ত হয়ে উঠতে পারে বিভিন্ন ইস্যুতে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.