অনলাইন প্রতিনিধি :- চন্দ্ৰায়ন-৩ এখন অতীত। এবার সব নজর সৌরযানের দিকে। আগামীকাল শনিবার ২ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশে পাড়ি দেবে আদিত্য-এল১ মিশনকে নিয়ে পিএসএলভি। মোট ১২৫ দিনের অভিযান এটি। পিএসএলভিসি ৫৭ রকেটের কাঁধে চড়ে পাড়ি দেবে আদিত্য-এল ১। ইসরো এদিন জানিয়েছে শনিবার ১১.৫০ মিনিটে মহাকাশে উৎক্ষেপিত হবে সৌরযান। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ এদিন জানান, চাঁদে চন্দ্রায়নের সফল অবতরণের পর এবার আমাদের নজর সৌর অভিযানের দিকে। এর সময় ধরা হয়েছে ১২৫ দিন। সৌরগ্রহের মূল ব্যাসার্ধে পৌঁছাতে ১২৫ দিন সময় ধরা হয়েছে।পৃথিবী থেকে এর দূরত্ব ১.৫ মিলিয়ন কিলোমিটার। এদিন ইসরো জানিয়েছে, সৌরগ্রহ এবং পৃথিবীর মধ্যে। পাঁচটি লাগরনজিয়ান পয়েন্ট রয়েছে। এগুলি হলো আদতে মহাকাশের অবস্থান যেখানে সূর্য এবং পৃথিবীর মতো এক-দুইটি দুই দেহের সিস্টেমের মহাকর্ষীয় শক্তি আকর্ষণ এবং বিকর্ষনের উন্নত তৈরি করে। ন্যূনতম জ্বালানি খরচ সহ একটি নির্দিষ্ট অবস্থানে থাকার জন্য এগুলিকে মহাকাশযানের দ্বারা মহাকাশ পার্কিং স্পট হিসাবে ব্যবহার করা যেতে পারে।ইসরো জানিয়েছে, এই সৌর অভিযানের ফলে সূর্যের গতিবিধি আমরা প্রতিনিয়তই পর্যবেক্ষণ করতে পারবো। যদিও এটি অত্যন্ত জটিল মিশন। তবে ইসরোর মতে, সূর্য হচ্ছে পৃথিবীর কাছের গ্রহ অন্যান্য গ্রহের তুলনায়। সুতরাং সূর্যকে পর্যবেক্ষণ করা তুলনামূলক সহজ। এই সূর্যকে পর্যবেক্ষণ করার পাশাপাশি মিল্কিওয়ে সহ অন্যান্য গ্যালাক্সি সম্পর্কে জানা সম্ভব হবে।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…