অনলাইন প্রতিনিধি :- চন্দ্ৰায়ন-৩ এখন অতীত। এবার সব নজর সৌরযানের দিকে। আগামীকাল শনিবার ২ সেপ্টেম্বর সূর্যের উদ্দেশে পাড়ি দেবে আদিত্য-এল১ মিশনকে নিয়ে পিএসএলভি। মোট ১২৫ দিনের অভিযান এটি। পিএসএলভিসি ৫৭ রকেটের কাঁধে চড়ে পাড়ি দেবে আদিত্য-এল ১। ইসরো এদিন জানিয়েছে শনিবার ১১.৫০ মিনিটে মহাকাশে উৎক্ষেপিত হবে সৌরযান। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ এদিন জানান, চাঁদে চন্দ্রায়নের সফল অবতরণের পর এবার আমাদের নজর সৌর অভিযানের দিকে। এর সময় ধরা হয়েছে ১২৫ দিন। সৌরগ্রহের মূল ব্যাসার্ধে পৌঁছাতে ১২৫ দিন সময় ধরা হয়েছে।পৃথিবী থেকে এর দূরত্ব ১.৫ মিলিয়ন কিলোমিটার। এদিন ইসরো জানিয়েছে, সৌরগ্রহ এবং পৃথিবীর মধ্যে। পাঁচটি লাগরনজিয়ান পয়েন্ট রয়েছে। এগুলি হলো আদতে মহাকাশের অবস্থান যেখানে সূর্য এবং পৃথিবীর মতো এক-দুইটি দুই দেহের সিস্টেমের মহাকর্ষীয় শক্তি আকর্ষণ এবং বিকর্ষনের উন্নত তৈরি করে। ন্যূনতম জ্বালানি খরচ সহ একটি নির্দিষ্ট অবস্থানে থাকার জন্য এগুলিকে মহাকাশযানের দ্বারা মহাকাশ পার্কিং স্পট হিসাবে ব্যবহার করা যেতে পারে।ইসরো জানিয়েছে, এই সৌর অভিযানের ফলে সূর্যের গতিবিধি আমরা প্রতিনিয়তই পর্যবেক্ষণ করতে পারবো। যদিও এটি অত্যন্ত জটিল মিশন। তবে ইসরোর মতে, সূর্য হচ্ছে পৃথিবীর কাছের গ্রহ অন্যান্য গ্রহের তুলনায়। সুতরাং সূর্যকে পর্যবেক্ষণ করা তুলনামূলক সহজ। এই সূর্যকে পর্যবেক্ষণ করার পাশাপাশি মিল্কিওয়ে সহ অন্যান্য গ্যালাক্সি সম্পর্কে জানা সম্ভব হবে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…