আতঙ্কের ৪৪ দিন পর ফের রাঙাপানিতেই দুর্ঘটনা!!
অনলাইন প্রতিনিধি :-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার দেড় মাসও অতিক্রান্ত হয়নি। তারমধ্যে উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ার রাঙাপানিতে ফের রেল দুর্ঘটনা ঘটল। বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে রাঙপানি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গিয়েছে অয়েল ট্যাঙ্কারের (মালগাড়ি) দুটি বগি। তবে বড়সড় কোনও বিপর্যয় ঘটেনি। যে সময় ওই মালগাড়ি লাইনচ্যুত হয়ে যায়, সেইসময় আশপাশ দিয়ে কোনও ট্রেন আসছিল না। প্রাথমিকভাবে যা খবর মিলেছে, তাতে মালগাড়ির দুটি বগিই লাইনচ্যুত হয়েছে। তার জেরে সাময়িকভাবে কিছুটা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।