Categories: দেশ

আধার-প্যান লিঙ্কের সময় বৃদ্ধির

এই খবর শেয়ার করুন (Share this news)

আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা আরও ছয় মাস বৃদ্ধি করা হোক এবং ১০০০ টাকার যে ফি নেওয়া হচ্ছে সেটি বাতিল করা হোক। লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা এক চিঠিতে এই মর্মে অনুরোধ করেছেন। চিঠিতে তিনি রাজস্ব দপ্তর কর্তৃক জারি করা নোটিফিকেশনের কথা উল্লেখ করেন যাতে বলা হয়েছে ২০২৩সালের ৩১ মার্চের মধ্যে যেন মানুষ ১০০০ টাকা প্রদান করে আধারের সাথে তাদের প্যান কার্ড লিঙ্ক করিয়ে নেয়। অন্যথা পরবর্তী সময়ে তাদের প্যান কার্ড অকার্যকর হয়ে পড়বে। চিঠিতে অধীর রঞ্জন চৌধুরী জানান, ভারতবাসীদের একটি বড় অংশ দেশের খুবই প্রত্যন্ত অঞ্চলগুলোতে বসবাস করেন যেখানে ইন্টারনেট সুবিধা উপলব্ধ নয়। সেখানে কিছু দুষ্টচক্র অতিরিক্ত অর্থ নিয়ে এই সাধারণ কিংবা নিরীহ নাগরিকদের ঠকাচ্ছেন। অধীর রঞ্জন চৌধুরী অনুরোধ করেন কেন্দ্রীয় সরকার যাতে পোস্ট অফিসগুলোকে এই মর্মে নির্দেশ দেয় যাতে বিনামূল্যে মানুষকে আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে যেন তারা সহায়তা করে। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি ধীরে ধীরে একটি দু:স্বপ্নের দিকে এগিয়ে চলেছে যাতে ভবিষ্যতে কষ্টে পড়তে হবে বহু মানুষকে। সুতরাং অবিলম্বে অর্থ মন্ত্রক, রাজস্ব দপ্তর ইত্যাদির মাধ্যমে পোস্ট অফিস এবং সাব পোস্ট অফিসগুলোকে যাতে এই কাজটির দায়িত্ব দেওয়া হয়। এতে স্বচ্ছতাও থাকবে এবং নির্বিঘ্নে কাজটি সম্পন্ন হবে বলে অভিমত ব্যক্ত করেন সাংসদ চৌধুরী। এর আগে আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করার বিনিময়ে ৫০০ টাকা নেওয়া হতো যা ২০২২ সালের ১ জুলাই থেকে ১০০০ টাকা করা হয়েছে। প্রসঙ্গত, কিছু দুষ্টচক্র বিনামূল্যে কিংবা কম পয়সায় আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক করিয়ে দেওয়ার নাম করে মানুষের টাকা কিংবা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগও পাওয়া যাচ্ছে। এই প্রতারক চক্রগুলো ফোন কিংবা ইন্টারনেটের মাধ্যমে জাল বিছিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। তাই অর্থ কিংবা তথ্যের লেনদেনের ক্ষেত্রে মানুষকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

উচ্চশিক্ষার গতিভঙ্গ!!

গত জুলাইয়ে,তৃতীয় নরেন্দ্র মোদি সরকারের প্রথম তথা সর্বশেষ সংসদ অধিবেশনে, লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয়…

3 hours ago

গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা!!

অনলাইন প্রতিনিধি :-গুলিবিদ্ধ অভিনেতা তথা শিবসেনা নেতা গোবিন্দা। জানা গিয়েছে ভুলবশতই তাঁর নিজের বন্দুক থেকে…

4 hours ago

রাজধানীতে সিপিএমের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য বিদ্যুৎ নিগম ও দপ্তরের পরিকাঠামো তলানিতে এসে ঠেকেছে।এই কারণে,রাজ্যে ৪০ শতাংশ গ্রাহকের…

4 hours ago

ভোক্তাদের পকেট কেটে চিনি, সুজি, ময়দা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে বিনামূল্যে চিনি, সুজি,ময়দা দেওয়ার নামে সস্তা রাজনীতি করতে গিয়ে লেজেগোবরে হয়েছে বিজেপি…

5 hours ago

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে হার্টের ক্ষতি হয়!!

অনলাইন প্রতিনিধি :-ডায়াবেটিসের রোগী এখন প্রায় ঘরে ঘরেই। জীবনযাপনে পরিবর্তন আনার মাধ্যমে সহজেই এই রোগ…

5 hours ago

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

1 day ago