ফের আন্দোলনে সরব ১০,৩২৩ চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন। সোমবার রাজধানী আগরতলার সিটি সেন্টারের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। সেখানেই সরকারের ১০৩২৩ কে দেওয়া শেষ চুক্তিপত্রের কাগজ পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারীরা। সেখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল সোজা চলে যায় কৃষ্ণ মন্দির স্থিত মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে । সেখানেও অবিরাম বিক্ষোভ দেখাতে থাকে ১০,৩২৩ চাকুরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা । সেখানে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো হয় ।
সেখান থেকে পুলিশ তাদের উঠিয়ে দিলে তারা সোজা চলে আসেন কৃষ্ণনগর কদমতলী এলাকায় শিক্ষামন্ত্রী রতন লাল নাথের বাসভবনের সামনে৷ সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন চালায় তারা । এদিন ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক- শিক্ষিকাদের নেতৃত্ব ডালিয়া দাস, কমল দে এবং বিজয় কৃষ্ণ সাহা ভাষণ রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেন। তারা বলেন, শিক্ষামন্ত্রী রতন লাল নাথের কারনেই ১০৩২৩ শিক্ষক চাকুরিচ্যুত হয়েছে।
১০৩২৩ কে রাস্তায় আনার মুল কান্ডারী শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী রতনলাল নাথের ষড়যন্ত্রেই ১০৩২৩ এর এই করুন অবস্থা। ১৫০ জন শিক্ষককে সুপরিকল্পিত ভাবে খুন করেছে এই সরকার। পাশাপাশি আরও বলেন, বর্তমান রাজ্য সরকার ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে খেলা করছে । মন্ত্রী রতন লাল নাথ চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে নির্বাচনের পর তার বিধানসভা এলাকাতেই আবির খেলবে এই শিক্ষক-শিক্ষিকারা।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…