আপাতত স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে না।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যে আপাতত বন্ধ থাকবে সরকারী, বেসরকারী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। ত্রিপুরায় অভূতপূর্ব বন্যা পরিস্থিতিতে সমস্ত সরকারী, বেসরকারী অনুমোদনপ্রাপ্ত ও টিটিএএডিসির অন্তর্ভুক্ত বিদ্যালয় এবং মাদ্রাসাগুলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান শিক্ষা অধিকর্তা এনসি শর্মা।
তিনি জানান, ভয়াবহ বন্যায় রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পাঠরত ছাত্রছাত্রীদের ব্যাপক ক্ষতি হয়েছে।বর্তমানে ২৩৯ স্কুলে বন্যা দুর্গতদের জন্যে ত্রাণ শিবির রয়েছে।আর বন্যায় ২০৯টি স্কুল সহ ৩টি কলেজের পরিকাঠামো সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে।আর যেসব স্কুল, কলেজ থেকে বন্যার জল সরে গিয়েছে এগুলির পরিস্থিতি আরও বেশি খারাপ।এইসব শিক্ষা প্রতিষ্ঠানে পঠন পাঠন শুরু করা অসম্ভব।বিভিন্ন রোগের জীবাণু এখন এসব শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে রয়েছে। ফলে স্কুল, কলেজ পরিষ্কার করে আগে ছাত্রছাত্রীদের পঠনপাঠনের জন্যে উপযুক্ত পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে। এরপর শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা করা যাবে। তিনি জানান, অমরপুর, উদয়পুর শহরের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি।
তাই উদয়পুর ও অমরপুরের কোনও প্রাথমিক রিপোর্ট তৈরি করা যায়নি। তবে অন্যান্য জেলা ও মহকুমার প্রাথমিক রিপোর্ট অনুযায়ী শিক্ষা দপ্তরের প্রায় ১১ কোটি টাকার পরিকাঠামো নষ্ট হয়েছে।বিলোনীয়ার সাতচাঁদ ব্লকের জগৎরাম পাড়া, এসবি স্কুল এবং বিসি নগর ব্লকের ধনন্ত পাড়া, জেবি স্কুল বন্যায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটি স্কুল পুনর্নির্মাণ করতে হতে পারে।
তিনি জানান, প্রায় ১২ হাজার ছাত্রছাত্রীর পাঠ্যপুস্তক নষ্ট হয়েছে।রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমার হাজারো ছাত্রছাত্রী এখনও ত্রাণ শিবিরে রয়েছে।তবে রাজ্য সরকার এসসিইআরটি-র মাধ্যমে সব ছাত্রছাত্রীদের পুনরায় পাঠ্যপুস্তক বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।প্রথম পর্যায়ে ১২৩৩৬ জনকে পাঠ্যপুস্তক প্রদানের অনুরোধ রাজ্য সরকারের কাছে এসেছে। তাই এখন প্রথম ধাপে জোলাইবাড়িতে ৩৪১৬ জন এবং শান্তিরবাজারে ১১২৫ জনকে পাঠ্যপুস্তক প্রদান করবে শিক্ষা দপ্তর।
উচ্চশিক্ষা অধিকর্তা অনিমেষ দেববর্মা জানান,বিলোনীয়া ও মোহনপুর সরকারী সাধারণ ডিগ্রি কলেজের ব্যাপক ক্ষতি হয়েছে।এমনকী বিলোনীয়া ও শান্তিরবাজারের সরকারী গ্রন্থাগারের প্রায় ৭৮ হাজার বই পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে।বিভিন্ন জেলা ও মহকুমার ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের পরিকাঠামো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।এখন কলেজ থেকে জল সরে গেলেও অস্বাস্থ্যকর পরিবেশ কলেজগুলিতে রয়েছে। তাই এ মুহূর্তে কলেজে পড়াশোনা শুরু করার কোনও সুযোগ নেই। তিনি কবে নাগাদ স্কুল ও কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে তা পরবর্তী সময়ে রাজ্য সরকারের সাথে বৈঠকের পরই সিদ্ধান্ত হবে।তবে আপাতত স্কুল, কলেজ, বিশ্বদ্যিালয় খুলছে না। এসসিইআরটির অধিকর্তা সহ অন্যরা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

Dainik Digital

Recent Posts

কুয়েতে হাজারো মানুষের নাগরিকত্ব বাতিল!!

অনলাইন প্রতিনিধি :-এক মুহূর্তেই রাষ্ট্রহীন—একই ঘটনা ঘটেছে হাজারো মানুষের সঙ্গে, যাদের মধ্যে অধিকাংশই নারী। ৮৪…

12 hours ago

বহিস্কার লালুপুত্র তেজপ্রতাপ!!

অনলাইন প্রতিনিধি :-আর জেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব খোদ নিজ বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে ছয় বছরের…

12 hours ago

বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হবে তাজমহল, হুমকি!!

অনলাইন প্রতিনিধি :-আরডিএক্স মেরে উড়িয়ে দেওয়া হবে তাজমহল! ইমেলে হুমকি দিতেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়…

14 hours ago

উত্তর-পূর্ব ও অষ্টলক্ষ্মী!!

২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উত্তর পূর্বাঞ্চলকে প্রথম…

15 hours ago

প্রবল বৃষ্টিতে জলমগ্ন দিল্লি, ব্যাহত বিমান পরিষেবা!!

অনলাইন প্রতিনিধি :-প্রবল বৃষ্টিতে জলমগ্ন দেশের দিল্লির বিস্তীর্ণ এলাকা। শনিবার রাত জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ায়…

16 hours ago

চার রাজ্যের বিধানসভার দিনক্ষণ ঘোষণা!!

অনলাইন প্রতিনিধি :-পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যে…

16 hours ago