Categories: বিদেশ

আফ্রো চুলে ফের গিনেস রেকর্ড প্রৌঢ়ার

এই খবর শেয়ার করুন (Share this news)

কেশবিন্যাসেই কামাল। এক জীবনে বাহারি চুলের সৌজন্যে দুই বার গিনেসে নাম তুলতেন মার্কিন মহিলা এভিন দুগাস। এখন তার বয়স ৪৭ বছর। নিজের মাথার চুল দিয়ে করা প্রথমবারের গিনেস রেকর্ড ভেঙে দ্বিতীয়বারের মতো বিশ্বরেকর্ড গড়েছেন এভিন। গিনেস রেকর্ড বুকের তথ্য অনুযায়ী, এভিন ২০১০ সালে আফ্রো চুলের জন্য প্রথম বার বিশ্বরেকর্ড কায়েম করেছিলেন। সে সময় তার আফ্রোর পরিধি ছিল ৪ ফুট ৪ ইঞ্চি (১৩২ সেন্টিমিটার)। এবার তিনি নিজের রেকর্ড ভেঙে দ্বিতীয়বারের মতো রেকর্ড করলেন। লুইজিয়ানার বাসিন্দা এভিনের মাথার চুলের আয়তন এখন ৯.৮৪ ইঞ্চি লম্বা, ১০.৪ ইঞ্চি চওড়া ও ৫.৪১ ফুট ব্যাস। এভিনের মাথার এই কোঁকড়া ও ঝাঁকড়া চুল প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে। মাথায় পুরো আফ্রো বিন্যাসটি তৈরি হতে সময় লেগেছে ২৪ বছর ! এভিন বিভিন্ন স্টাইলে তার আফ্রো চুল সাজিয়ে রাখেন। তিনি বলেছেন, “আমার এই চুল প্রাকৃতিকভাবে বেড়ে উঠেছে, ঠিক আমি যেমনটা চেয়েছিলাম সেভাবে আফ্রো করার চিন্তা করিনি। কারণ,আমি স্থায়ীভাবে চুল সোজা করার জন্য বিপজ্জনক রাসায়নিক ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ওই সব রাসায়নিক ক্যানসারের জন্য দায়ী, এ নিয়ে একটি বড় মামলাও চলছে। তাই আমি আনন্দিত যে সে সব অনেক বছর আগেই ছেড়ে দিয়েছিলাম।’ লম্বা চুলের বিন্যাস কী ভাবে পাল্টে ফেলে এমন আফ্রো স্টাইল করলেন তিনি? এভিন বলেন, ‘আমি হট অয়েল ট্রিটমেন্ট করা শুরু করেছিলাম। শ্যাম্পু, কন্ডিশনার এবং স্টাইল করার আগে বাটার দিয়ে আমার চুলকে তৈলাক্ত করা শুরু করি। তা করতাম, প্রতি সাত দিনে একবার।’ কেশবতী কন্যার কথায়, ‘এছাড়া, আমার চুলের গোড়াগুলি খুব সতর্কতার সঙ্গে পরিচর্যা করতাম। সব মেয়ের মাথায় রাখা দরকার যে, চুলের সবচেয়ে সুক্ষ্ম এবং প্রাচীনতম অংশ হল তার গোড়া।” মেঘের মতো তার ঘन কেশরাশি দেখে বাকিদের প্রতিক্রিয়া সম্পর্কে এভিন বলেন, ‘লোকজন আমার আফ্রো স্টাইল সম্পর্কে নানা প্রতিক্রিয়া দেন। আমার সবই শুনতে ভাল লাগে। কেউ সবিস্ময়ে উচ্ছ্বাস প্রকাশ করেন, কেউ আবার ঠায় তাকিয়ে থাকেন। অনেকে স্পর্শ করে আসল না নকল পরখ করতে চান। তবে অনেকে বিরূপ প্রতিক্রিয়াও দেন।”

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

2 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago