আবর্জনার পিট এখন শুটিংয়ের হটস্পট!!
অনলাইন প্রতিনিধি :-একসময় এই এলাকায় বর্জ্য স্তূপ হয়ে পড়ে থাকত,গোটা এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়াত।আর পুণের সেই উরুলি দেভাচি এখন সবুজে মোড়া একটি মনমুগ্ধকর এলাকা।এর পাশাপাশি এখন এই এলাকা বলিউডের শুটিংয়ের জন্য অন্যতম একটি আকর্ষণীয় এলাকায় হয়ে উঠেছে।আবার বিদ্যালয়ের শিক্ষামূলক ভ্রমণের জন্যেও বেছে নেওয়া হচ্ছে পুণের সবুজে মোড়া এই এলাকাকে।পুণে পুর নিগমের আধিকারিকরা জানিয়েছেন, নতুন এই বনাঞ্চলের নাম দেওয়া হয়েছে অশ্রুত বন। আর এবার সেই বনাঞ্চলকে বলিউডের শুটিংয়ের জন্যে মনোনীত করা হচ্ছে।অক্ষয় কুমার এবং সারা আলি খানের ছবি ‘স্কাই ফোর্স’-এর শুটিংয়ের জন্য এই এলাকাকে চাওয়া হয়েছে। এই শুটিংয়ের সম্পর্কে অবগত পুর নিগমের আধিকারিকরা জানিয়েছেন, ২০২৪ সালের ফেব্রুয়ারী এবং মার্চ মাসের মধ্যে চলচ্চিত্র নির্মাতা সংস্থার তরফে শুটিংয়ের জন্য এই এলাকা চাওয়া হয়েছে।পুর নিগমের কাছে এ নিয়ে আবেদন জানানো হয়েছে।পুর নিগমের শক্ত বর্জ্য ব্যবস্থাপন দপ্তরের প্রধান সন্দীপ কদম বলেন, ‘অক্ষয় কুমারের একটি ছবির শুটিংয়ের জন্য একটি সংস্থার কাছ থেকে আমাদের কাছে আবেদনপত্র জমা পড়েছে। তারা নিজেদের ছবির জন্য
এই এলাকার গভীর বনাঞ্চল এবং কংক্রিটের গ্রাউন্ডকে ব্যবহার করতে আগ্রহী।চলচ্চিত্রে একটি মিলিটারি
বেস দেখানো হবে।আর সেই দৃশ্যের শুটিংয়ের জন্যেও এই সবুজে ঘেরা এলাকাটি চাওয়া হয়েছে।চলচ্চিত্র নির্মাতা ওই সংস্থার তরফে পুর নিগমকে লেখা চিঠিতে জানানো হয়েছে, ‘স্কাই ফোর্স নামের আমাদের নতুন ছবির জন্য নিগমের আওতায় থাকা ওই গারবেজ ডিপো এবং কংক্রিটের জায়গাকে একটি মিলিটারি বেসের শুটিংয়ের জন্য ব্যবহার করতে চাই।’