দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ঋষ্যমুখ ব্লক এলাকার আমজাদনগর ভারত- বাংলাদেশ সীমান্তের পঞ্চাশ নম্বর গেট সংলগ্ন নো ম্যনস ল্যান্ডে ভারতীয় ভুখন্ডে কাটাতারের ওপারে এক বাংলাদেশী যুবককের লাশ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা বুধবার। পরে যুবকের মৃতদেহ উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় ময়না তদন্তের জন্য। সীমান্ত এলাকায় বাংলাদেশী যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দেয়। বর্তমানে সীমান্ত এলাকায় বি এস এফ কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে। বিলোনিয়া হাসপাতালে ময়না তদন্ত হলেও এখনো মৃতদেহ বাংলাদেশে হস্তান্তর করা হয় নি। এই মৃতদেহকে নিয়ে উভয় দেশে চাঞ্চল্যের পাশাপাশি চাপা উত্তেজনা বিরাজ করছিল, এবং উভয় দেশের স্থানীয় জনগণের মধ্যে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়। এরপর বিএসএফ এবং বিজিবি উভয় পক্ষই রাত বারোটা নাগাদ ফ্ল্যাগ মিটিং এ বসে। মিটিং চলাকালীন উভয়দিকেই স্থানীয় পুলিশ উপস্থিত ছিল। মৃত ব্যক্তির নাম মেজবাহ উদ্দিন (৪৭)। স্থানীয় লোকজনের সাথে পরিবারের লোকজন দেহ শনাক্ত করে। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় তার বাড়ি। জানা গেছে ওই ব্যক্তি পেশায় কৃষক। রাত প্রায় সাড়ে তিনটে পর্যন্ত চলে এই ফ্ল্যাগ মিটিং। এরপর উভয়পক্ষ সিদ্ধান্তে আসে যেহেতু সীমান্ত এলাকার ভারতীয় ভূখণ্ডে এই মৃতদেহ পাওয়া গেছে তাই মৃতদেহ বিএসএফের কাছে দেওয়া হয় । বিএসএফ দেহ বিলোনিয়া থানার পুলিশের হাতে তুলে দেয়। বিলোনিয়া থানার পুলিশ বৃহস্পতিবার ভোরে সীমান্ত এলাকা থেকে মৃতদেহ নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালের মর্গে। সিদ্ধান্ত মোতাবেক আজই ময়নাতদন্ত শেষে আমজাদ নগর সীমান্তের ৫০ নম্বর গেট দিয়ে দেহ বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়ার কথা ছিলো। বেলা দুইটা নাগাদ ময়না তদন্ত শেষ হলেও আইনি জটিলতার কারণে আজ দেহ হস্তান্তর করা সম্ভব হয়নি।ধারণা করা হচ্ছে আগামীকাল আইনি প্রক্রিয়া শেষ করে দেহ বাংলাদেশ পুলিশের হাতে হস্তান্তর করা হবে। তবে কিভাবে মৃতদেহ এখানে এলো এবং কোথা থেকে এলো? তা কিন্তু ধোঁয়াশাই রয়ে গেল।
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…
কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…
অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…
অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…
মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…
অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…