আমরাও মানুষ!!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। আমরাও মানুষ। আর পাঁচজন মানুষের মতো আমাদেরও বাঁচার অধিকার আছে।আমাদেরও মন আছে, ভালোলাগা – ভালোবাসা আছে। আমাদেরও আবেগ, অনুভূতি আছে। তারপরও আমাদের প্রতি এই সমাজের তাচ্ছিল্য কেন? আমরা চাই এই সমাজও আমাদের মেনে নিক। আপন করে কাছে টেনে নিক।
এই দাবি নিয়েই সোমবার অভূতপূর্ব সচেতনতা র্যালি করলো স্বভিমান। ত্রিপুরার প্রথম স্বীকৃত এলজিবিটি কমিউনিটি ওয়েলফেয়ার সোসাইটি হচ্ছে স্বভিমান। সংস্থার উদ্যোগে সোমনার এক সচেতনতা শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি আগরতলার উমাকান্ত স্কুল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে গিয়ে শেষ হয়।