Categories: বিদেশ

আমেরিকার বাজারে এল ফ্লাইং কার!!

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রতীক্ষার অবসান । ফ্লাইং কার অর্থাৎ উড়ন্ত গাড়ি আমেরিকার বাজারে কার্যত চলে এল । কারণ , মঙ্গলবার থেকে অনলাইনে শুরু হয়েছে আগাম বুকিং । গত মাসের শেষ সপ্তাহেই মার্কিন সরকারের সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র পেয়ে গেছিল বিশ্বের প্রথম ফ্লাইং কার । এই গাড়ির ব্র্যান্ড নাম ‘ সুইচব্লেড ‘ । তিন চাকার যান হিসাবে মার্কিন পরিবহণ দপ্তরে এই গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে । ডানা গুটিয়ে রাখলে তিন চাকার গাড়ির মতো রাস্তায় ছুটবে , আবার ডানা খুলে দিলে বিমানের মতো আকাশে উড়বে । মাটি থেকে সর্বোচ্চ ১৬০০০ ফুট উপরে উড়তে পারবে সুইচব্লেড । এটি প্রিমিয়াম পেট্রোলে চলবে এবং সর্বোচ্চ ২০০ মাইল প্রতি ঘণ্টায় আকাশে উড়বে । এতদিন যা সীমাবদ্ধ ছিল গল্পের আকারে , সোশ্যাল মিডিয়া , সিনেমার পর্দা অথবা কার্টুন স্ট্রিপে , এবার তা বাস্তব । ফ্লাইং কার এখন কার কল্পনার স্তরে নেই । বাজারে বুকিং শুরু হয়ে গেছে । ফ্লাইং কার মানে সহজভাবে এমন একটি যান , যা আপনি রাস্তায় চালাতে পারেন , আবার সেটা নিয়ে আকাশেও উড়তে পারেন । সুইচব্লেড – ই হল প্রথম উড়ন্ত গাড়ি , যে গাড়িতে সাধারণ মানুষ চড়তে পারবেন । উৎপাদক সংস্থা সূত্রে জানানো হয়েছে , ইতিমধ্যে প্রায় ২ হাজার ক্রেতা সুইচব্লেড বুক করেছেন । গাড়িটি তৈরি করেছে স্যামসন স্কাই নামে মার্কিন সংস্থা। তারা বলছে , আদতে এটি স্পোর্টস কার । গত ৩১ জুলাই ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ( এফএএ ) -এর নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সুইচব্লেড । এখন এটি বাজারে লঞ্চের জন্য প্রস্তুত । ওরেগন – ভিত্তিক কোম্পানি স্যামসন স্কাইয়ের নির্মাতারা দাবি করেছেন , এই উদ্ভাবনী গাড়িটি তৈরি করতে ১৪ বছর লেগেছে । মজার বিষয় হল , সুইচব্লেড সহজেই একটি আবাসিক গ্যারেজের ভিতরে পার্ক করা যেতে পারে এবং এটি রাস্তার ধারে গাড়ি চালানো এবং উড়ে যাওয়ার জন্য উপযুক্ত । স্যামসন স্কাই নিজেরাই বলেছে সুইচব্লেড এফএএ থেকে ছাড়পত্র পাওয়া প্রথম উড়ন্ত গাড়ি নয় । এর আগে চলতি বছরের ফেব্রুয়ারী মাসে টেরাফুজিয়া ট্রান্সিশন প্রথম উড়ন্ত গাড়ি যা এফএএ থেকে ছাড়পত্র পেয়েছিল । কিন্তু কোনও কারণে এখনও তারা সেটি বাজারে নিয়ে আসার ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানায়নি ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

8 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

8 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

9 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago