আমেরিকায় মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ!!

অনলাইন প্রতিনিধি :-ওয়াশিংটন কাণ্ডের স্মৃতি এখনও তরতাজা। এরই মধ্যে বিমান সংঘর্ষের ঘটনা আমেরিকার অ্যারিজোনাতে। মাঝ আকাশে দুটি বিমানের সংঘর্ষের ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করছে তাঁরা। বিমানের ব্ল্যাকবক্স খুঁজে পাওয়া গেলে তদন্তে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভূমিকাও।