তেলাঙ্গানার সুড়ঙ্গে আটকে পড়াদের একজনের দেহের সন্ধান মিলেছে!!
আয়কর ভবনে অনুষ্ঠিত হলো বিশেষ মতবিনিময় সভা।।

অনলাইন প্রতিনিধি :-শুক্রবার রাজধানীর আয়কর ভবনে নতুন আয়কর বিধি ও নিয়মকানুন নিয়ে নানা জটিলতা দূর করতে বিভিন্নস্তরের স্টকহোল্ডারদের সাথে এক বিশেষ মত বিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন ভারত সরকারের আয়কর দপ্তরের নর্থ ইস্ট রিজনের প্রিন্সিপাল চিফ কমিশনার নবরতন সোনি, ডেপুটি কমিশনার আর কে ভট্টাচার্য সহ আয়কর দপ্তরের বিভিন্নস্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন একাধিক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আইনজীবী সহ বিশিষ্টজনেরা আলোচনা সভায় এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক সংবাদ ট্রাস্টের চেয়ারম্যান তথা আয়কর বিশেষজ্ঞ রাজ্যের বিশিষ্ট আইনজীবী সঞ্জয় পাল।উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিরা।
ভারত সরকার ২০৪৭ সালের মধ্যে উ দেশকে বিকশিত ভারত হিসেবে গঠন করার বড় পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করেছে। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আয়কর-এর উপর বিশেষ জোড় দিতে হবে। তাই ভারত সরকার আয়কর সংক্রান্ত যাবতীয় বিষয়কে সাধারণ মানুষের কাছে আরও সহজ ও সরল করে তুলে ধরতে চাইছে। এটা ঠিক যে আয়কর আইনকে এখন অনেক সহজ সরল করা হয়েছে। তারপরও আয়কর-এর সাথে যুক্ত বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে কিছু বিভ্রান্তি, সংশয় এবং জটিলতা রয়ে গেছে। এই বিষয়গুলি দূর করতেই এদিন আগরতলাস্থিত আয়কর ভবনে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।
এদিন মতবিনিময় সভায় নতুন আয়কর আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আয়কর বিভাগের উত্তর পূর্বাঞ্চল ক্ষেত্রের মুখ্য আয়কর আয়ুক্ত নবরতন সোনি।তিনি নতুন আয়কর আইনের সরলীকরণ প্রক্রিয়ার সুবিধাজনক অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে এই বিষয়ে মতামত প্রকাশের আহ্বান জানান। সভায় আয়কর আইনের সঙ্গে সম্পর্কিত আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট আয়করদাতারা আয়কর আইনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। একই সাথে তাদের সুবিধা-অসুবিধাগুলি তুলে ধরেন। সভায় অংশগ্রহণকারীদের মধ্যে রাজ্যের আয়কর বিশেষজ্ঞ বিশিষ্ট আইনজীবী সঞ্জয় পাল এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রতন দাস প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন ন আয়কর বিভাগের ডেপুটি কমিশনার রূপক কান্তি ভট্টাচার্য।তিনি প্রধান মুখ্য আয়কর আয়ুক্ত শ্রী সোনির রাজ্য সফরের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। একই সাথে এই মত বিনিময় সভায় উপস্থিত সকলকে আয়কর দপ্তরের পক্ষে ধন্যবাদ জানান। সভায় উপস্থিত সকলেই আয়কর দপ্তরের এই ধরনের মতবিনিময় সভা আয়োজনের প্রয়োজনীয়তা ও গুরুত্বারোপ করে আয়কর দপ্তরের ভূয়সী প্রশংসা করেন।