আরও এক বিধায়কের পদত্যাগ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন:
শুক্রবার বিজেপি আইপিএফটি জোট সরকারের আরো এক বিধায়ক পদত্যাগ করলেন। ৪৪ রাইমাভ্যালী উপজাতি সংরক্ষিত আসনের বর্তমান আইপিএফটি দলের বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা পদত্যাগ করেছেন। এদিন তিপ্রামথা দলের সুপ্রীমো প্রদ্যোত কিশোর দেববর্মনকে সাথে নিয়ে তিনি বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দেন। এর থেকে স্পষ্ট রাইমাভ্যালীর বিধায়কও তিপ্রামথা দলে সামিল হচ্ছেন। উল্লেখ্য কয়েকদিন আগেই করবুক উপজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা একই উদ্দেশ্যে বিধায়ক পদ ছেড়ে তিপ্রামথায় সামিল হয়েছেন।

এর আগে ১ নং সিমনা উপজাতি সংরক্ষিত আসনের পুর্বতন আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেব্বর্মাও তিপ্রামথায় সামিল হয়েছেন। যদিও তাঁর বিধায়কপদ খারিজ হয়েছে। যতটুকু জানা যাচ্ছে আইপিএফটির আরও এক বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মেবারকুমার জমাতিয়াও আগামী কিছুদিনের মধ্যে বিধায়ক পদ ছাড়তে পারেন এবং তিপ্রামথায় সামিল হবেন। উল্লেখ্য রাজ্য বিধানসভার নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে শুরু হয়েছে একদল থেকে অন্যদলে যাওয়ার হিড়িক। বর্তমানে পাহাড়ে রাজনীতির পট পরিবর্তনে অস্তিত্বহীন আইপিএফটি।

আগামী বিধানসভা নির্বাচনে ওইসব কেন্দ্রে আইপিএফটির টিকিটে লড়াই করা মানে তাদের জামানত জব্দ হওয়া নিশ্চিত। ফলে ঝোপ বুঝেই কোপ মারার কৌশল নিয়েছে আই পিএফটির একাংশ বিধায়ক। ২০১৮ বিধানসভা নির্বাচনে দশ আসনে লড়াই করে ৮ টি তে জয়ী হয়েছিল আইপিএফটি। দিন যত এগিয়েছে দলের সাংগঠনিক শক্তি কমার পাশাপাশি দলের মধ্যে আড়াআড়িভাবে বিভাজনও তৈরি হয়েছে। একদিকে, এন সি দেববর্মা অন্যদিকে মেবার কুমার জমাতিয়া এই দুই গোষ্ঠীতে দল বিভক্ত। মেবার গোষ্ঠী তিপ্রামথায় সামিল হবে এটা একপ্রকার নিশ্চিত ছিল। অন্য গোষ্ঠীর ঝোক গেরুয়া শিবিরের দিকে। ফলে নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই পরিস্থিতি পাল্টাবে। শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার।

Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

11 mins ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

14 mins ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

3 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

3 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

3 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

3 hours ago