দৈনিক সংবাদ অনলাইন:
শুক্রবার বিজেপি আইপিএফটি জোট সরকারের আরো এক বিধায়ক পদত্যাগ করলেন। ৪৪ রাইমাভ্যালী উপজাতি সংরক্ষিত আসনের বর্তমান আইপিএফটি দলের বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা পদত্যাগ করেছেন। এদিন তিপ্রামথা দলের সুপ্রীমো প্রদ্যোত কিশোর দেববর্মনকে সাথে নিয়ে তিনি বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দেন। এর থেকে স্পষ্ট রাইমাভ্যালীর বিধায়কও তিপ্রামথা দলে সামিল হচ্ছেন। উল্লেখ্য কয়েকদিন আগেই করবুক উপজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা একই উদ্দেশ্যে বিধায়ক পদ ছেড়ে তিপ্রামথায় সামিল হয়েছেন।
এর আগে ১ নং সিমনা উপজাতি সংরক্ষিত আসনের পুর্বতন আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেব্বর্মাও তিপ্রামথায় সামিল হয়েছেন। যদিও তাঁর বিধায়কপদ খারিজ হয়েছে। যতটুকু জানা যাচ্ছে আইপিএফটির আরও এক বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মেবারকুমার জমাতিয়াও আগামী কিছুদিনের মধ্যে বিধায়ক পদ ছাড়তে পারেন এবং তিপ্রামথায় সামিল হবেন। উল্লেখ্য রাজ্য বিধানসভার নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে শুরু হয়েছে একদল থেকে অন্যদলে যাওয়ার হিড়িক। বর্তমানে পাহাড়ে রাজনীতির পট পরিবর্তনে অস্তিত্বহীন আইপিএফটি।
আগামী বিধানসভা নির্বাচনে ওইসব কেন্দ্রে আইপিএফটির টিকিটে লড়াই করা মানে তাদের জামানত জব্দ হওয়া নিশ্চিত। ফলে ঝোপ বুঝেই কোপ মারার কৌশল নিয়েছে আই পিএফটির একাংশ বিধায়ক। ২০১৮ বিধানসভা নির্বাচনে দশ আসনে লড়াই করে ৮ টি তে জয়ী হয়েছিল আইপিএফটি। দিন যত এগিয়েছে দলের সাংগঠনিক শক্তি কমার পাশাপাশি দলের মধ্যে আড়াআড়িভাবে বিভাজনও তৈরি হয়েছে। একদিকে, এন সি দেববর্মা অন্যদিকে মেবার কুমার জমাতিয়া এই দুই গোষ্ঠীতে দল বিভক্ত। মেবার গোষ্ঠী তিপ্রামথায় সামিল হবে এটা একপ্রকার নিশ্চিত ছিল। অন্য গোষ্ঠীর ঝোক গেরুয়া শিবিরের দিকে। ফলে নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই পরিস্থিতি পাল্টাবে। শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার।
অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…
বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…
দৈনিক সংবাদ অনলাইন :-বর্তমানে সারা বিশ্বের প্রতিদিনে খাদ্য তালিকা খাদ্যের আঁশের ওপর বেশ জোর দেওয়া…
অনলাইন প্রতিনিধি :-মু 'খের পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ না দেওয়া এবং অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাবার বা…
অনলাইন প্রতিনিধি :-জনগণের দাবিবর্তমান পরিস্থিতিতে কৈলাসহর বিমানবন্দর চালু অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে যেখানে ভারতের…
অনলাইন প্রতিনিধি :-পুলিশের কাজে বাধা দেওয়া, আইনজীবী-বিচারপ্রার্থীদের ওপর হামলা-ভাঙচুরের অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে…