আরও এক বিধায়কের পদত্যাগ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন:
শুক্রবার বিজেপি আইপিএফটি জোট সরকারের আরো এক বিধায়ক পদত্যাগ করলেন। ৪৪ রাইমাভ্যালী উপজাতি সংরক্ষিত আসনের বর্তমান আইপিএফটি দলের বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা পদত্যাগ করেছেন। এদিন তিপ্রামথা দলের সুপ্রীমো প্রদ্যোত কিশোর দেববর্মনকে সাথে নিয়ে তিনি বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দেন। এর থেকে স্পষ্ট রাইমাভ্যালীর বিধায়কও তিপ্রামথা দলে সামিল হচ্ছেন। উল্লেখ্য কয়েকদিন আগেই করবুক উপজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা একই উদ্দেশ্যে বিধায়ক পদ ছেড়ে তিপ্রামথায় সামিল হয়েছেন।

এর আগে ১ নং সিমনা উপজাতি সংরক্ষিত আসনের পুর্বতন আইপিএফটি বিধায়ক বৃষকেতু দেব্বর্মাও তিপ্রামথায় সামিল হয়েছেন। যদিও তাঁর বিধায়কপদ খারিজ হয়েছে। যতটুকু জানা যাচ্ছে আইপিএফটির আরও এক বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মেবারকুমার জমাতিয়াও আগামী কিছুদিনের মধ্যে বিধায়ক পদ ছাড়তে পারেন এবং তিপ্রামথায় সামিল হবেন। উল্লেখ্য রাজ্য বিধানসভার নির্বাচন যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে শুরু হয়েছে একদল থেকে অন্যদলে যাওয়ার হিড়িক। বর্তমানে পাহাড়ে রাজনীতির পট পরিবর্তনে অস্তিত্বহীন আইপিএফটি।

আগামী বিধানসভা নির্বাচনে ওইসব কেন্দ্রে আইপিএফটির টিকিটে লড়াই করা মানে তাদের জামানত জব্দ হওয়া নিশ্চিত। ফলে ঝোপ বুঝেই কোপ মারার কৌশল নিয়েছে আই পিএফটির একাংশ বিধায়ক। ২০১৮ বিধানসভা নির্বাচনে দশ আসনে লড়াই করে ৮ টি তে জয়ী হয়েছিল আইপিএফটি। দিন যত এগিয়েছে দলের সাংগঠনিক শক্তি কমার পাশাপাশি দলের মধ্যে আড়াআড়িভাবে বিভাজনও তৈরি হয়েছে। একদিকে, এন সি দেববর্মা অন্যদিকে মেবার কুমার জমাতিয়া এই দুই গোষ্ঠীতে দল বিভক্ত। মেবার গোষ্ঠী তিপ্রামথায় সামিল হবে এটা একপ্রকার নিশ্চিত ছিল। অন্য গোষ্ঠীর ঝোক গেরুয়া শিবিরের দিকে। ফলে নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই পরিস্থিতি পাল্টাবে। শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখার।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

19 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

19 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

19 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

19 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago