Categories: দেশ

আরও দামি হল ব্যাঙ্ক ঋণ

এই খবর শেয়ার করুন (Share this news)

আবার রেপো রেট বাড়ানো হলো । মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণহীন আচরণে আপাতত এছাড়া আর কোনও উপায় নেই বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ৷ রিজার্ভ ব্যাঙ্কের এই রেপো রেট বৃদ্ধির ফলে গৃহঋণ , গাড়িক্রয়ে ঋণ কিংবা যে কোনও শিল্প ঋণের উপর সুদের হার আরও বেড়ে যেতে চলেছে । এই নিয়ে মাত্র একমাসের মধ্যে দুবার বড়সড় হারে বেড়ে গেল রেপো রেট এবং তৎপরবর্তী ব্যাঙ্কগুলির সিদ্ধান্ত অনুযায়ী বেড়েছে তাবৎ ব্যাঙ্ক ঋণ পরিশোধের মাসিক কিস্তির পরিমাণ । যে হারে এতদিন মাসিক কিস্তি মেটাতে হয় , সেই বোঝা আরও বাড়তে চলেছে রেপো রেট বৃদ্ধির জেরে । আজ ৫০ বেসিস পয়েন্ট ভিত্তিতে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত ঘোষিত হয়েছে । রিজার্ভ ব্যাঙ্কের নীতি নির্ধারণ কমিটির বৈঠক গত মাসেই হয়েছিল । সেই জরুরিকালীন বৈঠকে রেপো রেট বাড়ানো হয়েছিল ৪০ বেসিস পয়েন্ট । অর্থাৎ এক মাসের মধ্যেই ৯০ বেসিস পয়েন্ট বাড়িয়ে দেওয়া হলো । এই বৃদ্ধির জেরে রেপো রেট হয়েছে ৪.৯০ শতাংশ ।

বস্তুত রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি সোমবার থেকে শুরু হওয়া তিনদিনের নীতি নির্ধারণী বৈঠকের শেষে যে আবার রেপো , রেট বাড়াবেই এই আভাস ছিলই । এমনকী অন্তত ৪০ বেসিস পয়েন্ট আবার বাড়তে চলেছে এই গুঞ্জনও শোনা গিয়েছে অর্থনৈতিক মহলে । দেখা যাচ্ছে সেই আশঙ্কাকে সত্য প্রমাণিত করেই আজ রেপো রেট বাড়ানো হয়েছে । রেপো রেট বাড়ানো হলে বাজারে অর্থের জোগান কমবে । আর সেটাই মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণের দাওয়াই । এই পরিচিত দাওয়া সব দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কই অনুসরণ করে । রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছে , ইউক্রেনে যুদ্ধের জেরে গোটা বিশ্বেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটেছে । আর এই মূল্যবৃদ্ধির প্রবণতা ঊর্ধ্বমুখী । আমাদের দেশও ব্যতিক্রম নয় । গভর্নর বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেছে পেট্রপণ্য , খাদ্যপণ্য , কিছু সবজি । যেমন সাম্প্রতিক সময়ে সবথেকে বেশি হারে বাড়ছে টমেটোর দাম ।

যা যথেষ্ট চিন্তার বলে জানিয়েছেন গভর্নর । এদিকে আগামী এক বছরের জিডিপি এবং খুচরো পণ্যের মুদ্রাস্ফীতির হারের পূর্বাভাস দিয়েছেন শক্তিকান্ত দাস । এবং সেই বিবৃতি ও পূর্বাভাস যথেষ্ট নিরাশজনক । নয়া আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিক থেকে সর্বশেষ ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হার কমে যাওয়ার কোনও লক্ষণ নেই । বরং লাগাতার মূল্যবৃদ্ধির পাল্লা উপরের দিকেই থাকতে চলেছে । সাড়ে সাত শতাংশ হারে জিডিপি বৃদ্ধির হার হতে পারে বলে আভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক । তবে সবটাই নির্ভর করছে আগামীদিনে অর্থনীতির গতিপ্রকৃতি কোন্ অভিমুখে যায় সেটার উপর । যদিও বলেছেন ,কিছুটা আশার সুরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছেন, শহরের পণ্যচাহিদা যেমন বেড়েছে তেমনই গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং আর্থিক লেনদেন সবথেকে বেশি আশাব্যঞ্জক ।

এই প্রবণতা বজায় থাকলে আশা করাই যায় যে জিডিপি হার বাড়বে । কিন্তু সবটাই নির্ভর করবে আন্তর্জাতিক পরিস্থিতির উপর । বিশেষ করে পেট্রোপণ্যের দাম । সেই কারণে রিজার্ভ ব্যাঙ্ক চাইছে এবার রাজ্যগুলি কমিয়ে দিক কিছুটা পেট্রোল ডিজেলের উপর ট্যাক্স । সেটা নিয়ে রাজ্য বনাম কেন্দ্র মতান্তর অবশ্য বেশ কিছুদিন ধরেই চলছে । এবার রিজার্ভ ব্যাঙ্কের প্রস্তাব নতুন ইন্ধন যোগাবে সেই টানাপোড়েনে । কারণ রাজ্যগুলির বক্তব্য তাদের আয়ের সংস্থান কমে গিয়েছে । আবার ট্যাক্সে কোপ দিলে রাজ্য চালানো অসম্ভ হবে । কিন্তু কেন্দ্র চায় রাজ্যগুলি কমাক পেট্রোল ডিজেলের উপর রাজ্যের ট্যাক্স ।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

22 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

22 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

23 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

23 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

23 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

24 hours ago