Categories: দেশ

আরব দুনিয়ার পাশে ভারত : মোদি।

এই খবর শেয়ার করুন (Share this news)

সংযুক্ত আরব আমিরশাহীকে কপ-২৮ সভাপতিত্বের জন্য ভারতের তরফে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সাথে ভারতীয় প্রধানমন্ত্রী শনিবার সংযুক্ত আরব আমিরশাহীর রাজা সুলতান আল জাবেরের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিশেষ করে দুদেশের মধ্যে সুসংহত উন্নয়ন এবং দ্বিপাক্ষিক এনার্জি সহযোগিতা বৃদ্ধিতে দু’দেশ সহযোগিতা করবে বলেও পরস্পরকে আশ্বস্ত করেন। এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের ফ্রান্স সফর শেষে সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবুধাবিতে এসে পৌঁছান। ফ্রান্সে বাস্তিল দিবসের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্স সফরকালে ফ্রান্সের সাথে একাধিক চুক্তিও করেন ভারতীয় প্রধানমন্ত্রী। এদিন আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রনেতা তথা কপ-২৮ দেশসমূহের মনোনীত সভাপতি সুলতান আল জাবেরের সাথে বৈঠক শেষে এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী
বলেন, কপ-২৮ দেশসমুহের সভাপতির সাথে খুবই ফলপ্রসূ বৈঠক হয়েছে। আগামী কিছুদিনের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহীর সভাপতিত্বে কপ (COP)-২৮ দেশগুলির বৈঠক হবে।এদিন সংযুক্ত আরব আমিরশাহীর রাজা সুলতান আল জাবের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংযুক্ত আরব আমিরশাহীতে জলবায়ু পরিবর্তন নিয়ে যে গুরুত্বপূর্ণ বৈঠক হবে এতে তাদের কী ভূমিকা থাকবে এনিয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ভারতের পূর্ণ সহযোগিতার কথা জানান।একই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানান, ভারত জলবায়ু পরিবর্তন নিয়ে বিভিন্ন যে কাজ করছে তা খুবই ইতিবাচক।দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে এনার্জি সহযোগিতা বৃদ্ধিতে জোর দেওয়া হয়।উল্লেখ্য, ২০২৩ সালের ইউনাইটেড ন্যাশনস্ ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স বা কনফারেন্স অব দ্য পার্টিজ অব দ্য ইউএনএফসিসিসি যা সংক্ষেপে কপ (COP)-২৮ নামে পরিচিত। আগামী ত্রিশ নভেম্বর থেকে বারো ডিসেম্বর পর্যন্ত জলবায়ু পরিবর্তন নিয়ে এই বৈঠক হবে দুবাইয়ের এক্সপো সিটিতে। ১৯৯২ সালে রাষ্ট্রসংঘে জলবায়ু সংক্রান্ত চুক্তির পর থেকে প্রতি বছর পালা করে এই বৈঠক আয়োজিত হচ্ছে।এদিকে এদিন সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহানের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বেশ কয়েকটি চুক্তিও হয় ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে। এর মধ্যে রয়েছে বাণিজ্যিক লেনদেন সংক্রান্ত চুক্তি, উপসাগরীয় দেশে দিল্লী আইআইটির ক্যাম্পাস চালু করা ইত্যাদি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

কলকাতা বিমানবন্দরের নিকটবর্তী এলাকা থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র!!

অনলাইন প্রতিনিধি :-কলকাতা বিমানবন্দরের অদূরে একটি গাড়ি থেকে উদ্ধার হলো ভিন রাজ্যের বিপুল আগ্নেয়াস্ত্র ।…

12 mins ago

যুদ্ধ চাই না, শান্তি চাই’,বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-সুর বদলে এবার শান্তির বার্তা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দরের।ভারত যুদ্ধ থামালে, তারাও থেমে…

7 hours ago

পাক গোলাবর্ষনে প্রাণ গেল রাজৌরির উচ্চপদস্থ আধিকারিকের!!

অনলাইন প্রতিনিধি :-রাজৌরিতে পাক সেনার গোলাবর্ষণে প্রাণ গেল রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজকুমার থাপার।…

7 hours ago

নিঃসঙ্গ পাকিস্তান!!

আজকের দিনের প্রতিটি যুদ্ধ মানেই প্রথমেই স্নায়ুযুদ্ধ।স্নায়ুযুদ্ধের মাধ্যমে প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়িয়ে তোলার মাধ্যমে…

7 hours ago

যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে রাজ্যের বাজারে মূল্যবৃদ্ধি, ক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :- ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী শুক্রবার সকাল থেকেই…

7 hours ago

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

12 hours ago