আরব দুনিয়ায় কোণঠাসা ভারত

এই খবর শেয়ার করুন (Share this news)

এবার সৌদি আরব । দুজন মুখপাত্রের অতিউৎসাহী প্ররোচনামূলক মন্তব্যের জেরে মোদি সরকারের আট বছরের কূটনীতি খাদের কিনারায় । রবিবার কুয়েত , বাহরিন , ইরান , কাতারের মতো দেশগুলি কড়া সমালোচনা করেছে বিজেপির দুই মুখপাত্রের হজরত মহম্মদকে নিয়ে অসম্মানসূচক মন্তব্য করার প্রেক্ষিতে । এমনকি সেসব দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়ে সেদেশের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে । ভারতীয় রাষ্ট্রদূতেরা ওই দেশগুলির বিদেশমন্ত্রকের পক্ষ থেকে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে। ভারতীয় রাষ্ট্রদুতেরা ওই দেশগুলির বিদেশমন্ত্রকের কাছে দুঃখ প্রকাশ করে বলেছে। এই মন্তব্যের সঙ্গে ভারত রাজনৈতিক সরকারের কোনও সম্পর্ক নেই । দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেদের ব্যক্তিগত মতপ্রকাশ করেছেন । আর সেই প্রেক্ষিতে তাদের দলও কড়া ব্যবস্থা নিয়েছে । তাদের বহিষ্কার ও সাসপেন্ড করা হয়েছে । কিন্তু ভারতের চিন্তা বাড়িয়েছে সোমবার সৌদি আরব । কারণ অন্য দেশগুলির মতোই সোমবার সৌদি আরবও প্রবল নিন্দাসূচক বিবৃতি দিয়েছে এবং জানিয়েছে , এ রকম মন্তব্য ধর্মীয় পরিবেশকে কলুষিত করে ধর্মীয় আস্থাকে ধাক্কা দেয় ।

এ নিয়ে সতর্ক থাকা উচিত । ভারতের থেকে এ ধরনের আচরণ আশা করা যায় না । পাশাপাশি সৌদি আরব সন্তোষ প্রকাশ করেছে যে , ভারতের শাসকদল সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিয়েছে । কিন্তু এভাবে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলি এবং ইরানও সম্মিলিতভাবে ভারতের বিরুদ্ধে নিন্দা বিবৃতি প্রকাশ করায় প্রবল অস্বস্তিতে পড়েছে মোদি সরকার । আন্তর্জাতিকভাবে যা কূটনৈতিক প্রেক্ষিতে অত্যন্ত অসম্মানজনক । বিশেষ করে এই সুযোগ পুরোদস্তুর গ্রহণ করেছে পাকিস্তান । পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক গোলমালে সঙ্কটে । কিন্তু ভারতকে এভাবে ইসলামিক দেশগুলি , বিশেষ করে যারা এতকাল ভারতের ঘনিষ্ঠ বন্ধু ছিল , তারা ভারতের সমালোচনা করায় পাকিস্তান সোমবার কড়া বিবৃতি প্রকাশ করেছে । এমনকি আফগানিস্তানও মন্তব্যের ” বিরোধিতা করে সতর্ক করেছে ভারতকে । ভারতের বিদেশমন্ত্রক আজ অবশ্য পাল্টা পাকিস্তানকে জবাব দিয়েছে কঠোরভাবে । পাকিস্তানের যে সাম্প্রদায়িক বিভাজনের প্রশ্নে কোনও উপদেশ দেওয়া মানায় না , এ কথাই বলেছে ভারত । কিন্তু ভারতের চিন্তা বাড়িয়েছে উপসাগরীয় রাষ্ট্রগুলির সম্মিলিত বিবৃতি , যা আন্তর্জাতিকভাবে পশ্চিমী দুনিয়ার কাছেও , ভারতের অবস্থানকে কিছুটা নড়বড়ে করে দিয়েছে ।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

17 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

18 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

18 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

18 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

18 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

18 hours ago