আরব দুনিয়ায় কোণঠাসা ভারত

এই খবর শেয়ার করুন (Share this news)

এবার সৌদি আরব । দুজন মুখপাত্রের অতিউৎসাহী প্ররোচনামূলক মন্তব্যের জেরে মোদি সরকারের আট বছরের কূটনীতি খাদের কিনারায় । রবিবার কুয়েত , বাহরিন , ইরান , কাতারের মতো দেশগুলি কড়া সমালোচনা করেছে বিজেপির দুই মুখপাত্রের হজরত মহম্মদকে নিয়ে অসম্মানসূচক মন্তব্য করার প্রেক্ষিতে । এমনকি সেসব দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়ে সেদেশের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে । ভারতীয় রাষ্ট্রদূতেরা ওই দেশগুলির বিদেশমন্ত্রকের পক্ষ থেকে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে। ভারতীয় রাষ্ট্রদুতেরা ওই দেশগুলির বিদেশমন্ত্রকের কাছে দুঃখ প্রকাশ করে বলেছে। এই মন্তব্যের সঙ্গে ভারত রাজনৈতিক সরকারের কোনও সম্পর্ক নেই । দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেদের ব্যক্তিগত মতপ্রকাশ করেছেন । আর সেই প্রেক্ষিতে তাদের দলও কড়া ব্যবস্থা নিয়েছে । তাদের বহিষ্কার ও সাসপেন্ড করা হয়েছে । কিন্তু ভারতের চিন্তা বাড়িয়েছে সোমবার সৌদি আরব । কারণ অন্য দেশগুলির মতোই সোমবার সৌদি আরবও প্রবল নিন্দাসূচক বিবৃতি দিয়েছে এবং জানিয়েছে , এ রকম মন্তব্য ধর্মীয় পরিবেশকে কলুষিত করে ধর্মীয় আস্থাকে ধাক্কা দেয় ।

এ নিয়ে সতর্ক থাকা উচিত । ভারতের থেকে এ ধরনের আচরণ আশা করা যায় না । পাশাপাশি সৌদি আরব সন্তোষ প্রকাশ করেছে যে , ভারতের শাসকদল সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিয়েছে । কিন্তু এভাবে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলি এবং ইরানও সম্মিলিতভাবে ভারতের বিরুদ্ধে নিন্দা বিবৃতি প্রকাশ করায় প্রবল অস্বস্তিতে পড়েছে মোদি সরকার । আন্তর্জাতিকভাবে যা কূটনৈতিক প্রেক্ষিতে অত্যন্ত অসম্মানজনক । বিশেষ করে এই সুযোগ পুরোদস্তুর গ্রহণ করেছে পাকিস্তান । পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক গোলমালে সঙ্কটে । কিন্তু ভারতকে এভাবে ইসলামিক দেশগুলি , বিশেষ করে যারা এতকাল ভারতের ঘনিষ্ঠ বন্ধু ছিল , তারা ভারতের সমালোচনা করায় পাকিস্তান সোমবার কড়া বিবৃতি প্রকাশ করেছে । এমনকি আফগানিস্তানও মন্তব্যের ” বিরোধিতা করে সতর্ক করেছে ভারতকে । ভারতের বিদেশমন্ত্রক আজ অবশ্য পাল্টা পাকিস্তানকে জবাব দিয়েছে কঠোরভাবে । পাকিস্তানের যে সাম্প্রদায়িক বিভাজনের প্রশ্নে কোনও উপদেশ দেওয়া মানায় না , এ কথাই বলেছে ভারত । কিন্তু ভারতের চিন্তা বাড়িয়েছে উপসাগরীয় রাষ্ট্রগুলির সম্মিলিত বিবৃতি , যা আন্তর্জাতিকভাবে পশ্চিমী দুনিয়ার কাছেও , ভারতের অবস্থানকে কিছুটা নড়বড়ে করে দিয়েছে ।

Dainik Digital

Recent Posts

আলু, ধান, সবজির সাথে ডাল চাষেও এগোচ্ছে ত্রিপুরা : রতন!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…

29 mins ago

চটকলের আখ্যান!!

সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…

60 mins ago

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

20 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

1 day ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago