আর্থিক কারণে বন্ধ উমাকান্ত মাঠের ফ্লাড লাইটের কাজ।।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || দু মাসের কথা বলে আজ ছয় মাস। রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটের কাজ এখনও অসম্পূর্ণ। কাজ শুরু হলেও মাঝপথেই তা থমকে গেল। গত প্রায় তিন মাস সময় ধরে কাজ বন্ধ হয়ে রয়েছে। এই অবস্থায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে কবে নাগাদ ফ্লাড লাইটের কাজ সম্পূর্ণ হবে এবং এতে আলো জ্বলবে তা এই মুহূর্তে বলা মুশকিল। তবে রাজ্য যুব কল্যাণও ক্রীড়া দপ্তর সূত্রে যা খবর আর্থিক সমস্যাগত কারণেই নাকি ফ্লাড লাইটের কাজ বন্ধ হয়ে রয়েছে। নির্মাণ সংস্থাকে অর্থ পেমেন্ট না করার পর্যন্ত আপাতত কাজ শুরু হবার কোনও সম্ভাবনা নেই।তবে ক্রীড়া দপ্তর আশা করছে হয়তো খুব শীঘ্রই অর্থের সমস্যা মিটে যাবে।তবে ঘটনা যাই হোক উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটের কাজ কিন্তু আপাতত ঝুলে রয়েছে। কবে নাগাদ ফ্লাড লাইটের কাজ সম্পূর্ণ হবে তা পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না। টিএফএর সচিব অমিত চৌধুরীর বক্তব্য হয়তো আসন্ন ঘরোয়া এ ডিভিশন ক্লাব লীগ ফুটবলের আসর শুরু হবার আগেই উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটের কাজ শেষ হয়ে যাবে। লীগের ম্যাচে কিছু ফ্লাড লাইটে করার পরিকল্পনার কথাও জানান তিনি। এদিকে ক্রীড়া দপ্তরের এক আধিকারিকের সাথে কথা বলে জানা যায় যে, আর্থিক সমস্যা তো রয়েছেই। পাশাপাশি মণিপুরে সাম্প্রতিক সমস্যার কারণে এই ফ্লাড লাইটের কাজে যুক্ত নির্মাণ সংস্থা একটু সমস্যায় পড়েছে। খুব শীঘ্রই অর্থের সমস্যা মিটে যাবে এবং নির্মাণ সংস্থা পুরোদমে কাজ শুরু করবে। ফ্লাড লাইটের কাজে ব্যবহৃত নির্মাণ সামগ্রী বহিঃরাজ্যে থেকে কিছুদিনের মধ্যেই আগরতলায় চলে আসারও কথা রয়েছে। উল্লেখ্য, গত ২০২২সালের ৪ সেপ্টেম্বর উমাকান্ত মিনি স্টেডিয়ামের ফ্লাড লাইটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল।ফ্লাড লাইট বসানোর জন্য ব্যয় ধরা হয়েছিল ৩ কোটি ৪২ লক্ষ টাকা।নির্মাণ সংস্থা দাবি করেছিল দুমাসের মধ্যে ফ্লাড লাইটের পরিকাঠামো নির্মাণ কাজ শেষ করা হবে।তবে কাজ সময় মতো শেষ হওয়া তো দূরের কথা গত প্রায় তিন মাস ধরে কাজ পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। এর মধ্যে টিএফএ তার আসন্ন ঘরোয়া ক্লাব লীগ ফুটবলের খেলাধুলা শুরু করার প্রশ্নে উমাকান্তের ফ্লাড লাইটের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়ের কাছে অনুরোধ জানান।গত ১১এপ্রিল টিএফএর অনুরোধে উমাকান্ত মাঠ পরিদর্শন করেন এবং ফ্লাড লাইটের কাজ নিয়ে খোঁজ খবর নেন। ক্রীড়া দপ্তরের আধিকারিকদের এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার জন্য নির্দেশ দেন ৷ পাশাপাশি নির্মাণ সংস্থার আধিকারিকদের ফ্লাড লাইটের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দেন। তবে ক্রীড়ামন্ত্রী উমাকান্ত মাঠ পরিদর্শনের এক মাস পরেও ফ্লাড লাইটের কাজ এখনও শুরু হয়নি।

Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

18 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

19 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

19 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

20 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

20 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

20 hours ago