আর্থিক ক্ষতিপূরণের দাবি, কুমারঘাটের ঘটনায় প্রশাসনকে কাঠগড়ায় তুললেন বিরোধী নেতা।

 আর্থিক ক্ষতিপূরণের দাবি, কুমারঘাটের ঘটনায় প্রশাসনকে কাঠগড়ায় তুললেন বিরোধী নেতা।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি || কুমারঘাটে ইসকনের উল্টোরথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক লোকের মর্মান্তিক মৃত্যু ও আহত হওয়ার ঘটনায় প্রশাসনকেই কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। ঘটনায় তিনি গভীর শোক ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই ঘটনাকে একেবারেই ছোট করে দেখার কোনও সুযোগ নেই। উল্টোরথ মানেই যে পথ ধরে রথ গেছে, সেই একই পথে আবার নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন রথ যাওয়ার সময় যখন কোনও সমস্যা হয়নি, তাহলে ফিরে আসার দিন এত বড় মর্মান্তিক ঘটনা কী করে ঘটলো?উল্টোরথের জন্য প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশকর্মীরা উপস্থিত ছিল। তারা তাহলে কী দায়িত্ব পালন করলেন? বিরোধী দলনেতা বলেন, এই ঘটনা প্রশাসনের চূড়ান্ত গাফিলতির কারণে ঘটেছে। এ নিয়ে কোনও সন্দেহ বা দ্বিমত নেই। প্রশাসন সতর্ক থাকলে এই মর্মান্তিক ঘটনা সহজেই এড়ানো যেতো বলে তিনি দাবি করেন।বিরোধী নেতা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।একই সাথে নিহতদের প্রত্যেকের পরিবারে ২০ লক্ষ টাকা করে এবং আহতদের ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।সেই সাথে আহতদের বিনামূল্যে উন্নত চিকিৎসার দায়ভার রাজ্য সরকারকে গ্রহণ করারও দাবি জানিয়েছেন বিরোধী নেতা শ্রীদেববর্মা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.