আর্থিক দুর্নীতি, ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে থানায় মামলা!!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। কৈলাসহরের জুমেরচেগ নিম্ন বুনিয়াদি স্কুলে ক্লাস রুম নির্মান না করে এবং কাজে নিয়োজিত শ্রমিকদের টাকা না দিয়ে সরকারি টাকা হাফিজ করে দিয়েছেন কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুদীপ রায়। দীর্ঘ তালবাহানার পর অবশেষে ওই দুর্নীতিবাজ ইঞ্জিনিয়ার সুদীপ রায়ের বিরুদ্ধে ইরানি থানায় মামলা দায়ের করলেন ঊনকোটি জেলা শাসক। ইরানি গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকায় অবস্থিত জুমেরচেগ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়টি। স্কুলটি নানান সমস্যায় জর্জরিত রয়েছে বলে জানান স্কুলের ভারপ্রাপ্ত ইনচার্জ মো: বাছির আলী।
বিশেষ করে স্কুলে ক্লাস রুমের অভাবে ছাত্র ছাত্রীরা সঠিক ভাবে ক্লাস করতে পারছে না। তিনি এই স্কুলে যোগ দিয়েছেন ২০১৭ সালে। তখন থেকেই দেখছেন স্কুলে অর্ধ নির্মিত ক্লাস রুম পড়ে আছে। আজ পর্যন্ত ওই স্কুল ঘর নির্মাণ হয়নি। অভিযোগ, কাজের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুদীপ রায় কাজ সম্পন্ন না করেই অর্থ হাফিজ করে তা আবার এডজাস্টমেন্ট দিয়ে দিয়েছেন।
এ ব্যাপারে বুধবার ইরানি থানার ওসি যতীন্দ্র দাসকে জিজ্ঞাসা করলে ওসি যতীন্দ্র দাস সুদীপ রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার কথা জানিয়েছেন।