আর্থিক সংকটে ম্লান উৎসবের আনন্দ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সামনেই শারদোৎসব।হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি আছে। অথচ চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন রাজ্যের মধ্যবিত্ত,নিম্নমধ্যবিত্ত এবং গরিব অংশের জনগণ। বিশেষ করে গরিব অংশের মানুষের অবস্থা খুবই খারাপ। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে এবারের ভয়াবহ বন্যা। সাম্প্রতিক বন্যায় রাজ্যের অর্ধেকের বেশি মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন।এর মধ্যে বেশিরভাগই গরিব অংশের মানুষ।বহু মানুষের বাড়িঘর ভেঙে গেছে।বন্যার জলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের সম্পদ।কৃষি ও কৃষকের অবস্থা আরও কাহিল।এই পরিস্থিতিতে সাধারণ মানুষ দিশোহারা। গ্রামীণ অর্থনীতি একপ্রকার ভেঙে পড়েছে।
এমন ভয়াবহ সংকটজনক পরিস্থিতিতে ডবল ইঞ্জিন সরকারের কোনও সদর্থক উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। প্রায় দেড় মাস অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষেরা একটকাও সরকারী সাহায্য পায়নি বলে অভিযোগ ক্ষতিপূরণ তো দূরের কথা। বন্যার সময় রাজ্যের সাধারণ মানুষ,বিভিন্ন সামাজিক সংস্থা, সংগঠন ব্যক্তিগত উদ্যোগ যেভাবে ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তা রাজ্যের ইতিহাসে বিরল।এইভাবে সাহায্যের হাত না বাড়ালে বন্যায় দুর্গতদের কি অবস্থা হতো,তা ভাবলেই শিউড়ে উঠতে হয়।অথচ ডবল ইঞ্জিন সরকারের তরফ থেকে এমন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। শুধু তাই নয়,প্রতিবছর পুজোর প্রাক্কালে জবকার্ডের মাধ্যমে গ্রামীণ এলাকায় এমজিএন রেগার কাজ এবং শহর এলাকায় টুয়েপের কাজ করানো হতো।যাতে পুজোর আগে গরিব মানুষের হাতে কিছু অর্থ যায়।কিন্তু এ বছর এমন কোনও ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে শোনা যায়নি।এমনিতেই দীর্ঘদিন ধরে রেগা ও টুয়েপের কাজ বন্ধ।জমিতে যে সব ফসল ছিল সব বন্যার জলে নষ্ট হয়ে গেছে।নতুন করে ঘুরে দাঁড়াতে গিয়ে কৃষক থেকে শুরু করে সাধারণ গরিব মানুষ প্রত্যেকেই আর্থিক সংকটের মধ্যে পড়েছে।ফলে কারোর হাতেই তেমন অর্থ নেই।রাজ্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ১০ কেজি করে চাউল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল।সেই চাউলের এখনো কোনও খবর নেই। বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও বিভিন্ন রাজ্য সরকার, সাধারণ মানুষ, বিভিন্ন সংস্থা, সংগঠন অর্থ প্রদান করেছে।প্রশ্ন হচ্ছে,এই অর্থ যদি অসহায় মানুষ প্রয়োজনের সময় হাতে না পায়, তাহলে এই ত্রাণ তহবিল দিয়ে কি হবে?সব মিলিয়ে উৎসবের মুখে সাধারণ মধ্যবিত্ত থেকে শুরু করে গরিব মানুষের মুখে হাসি নেই।বন্যার কবলে পড়ে আর্থিক অনটনে পুজোর আনন্দ কেড়ে নিয়েছে।

Dainik Digital

Recent Posts

কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা!!

অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…

11 hours ago

রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে নীতিন সাক্ষাতে বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…

16 hours ago

ধান উৎপাদনে দেশে ষষ্ঠ স্থানে ত্রিপুরা, জমি ফেলে রাখবেন না কৃষকদের আহ্বান রতনের!!

অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…

16 hours ago

এবার কি ইউসিসি?

কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…

16 hours ago

ধস নেমে চলাচল বন্ধ জম্মু-শ্রীনগর হাইওয়ে!!

অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…

2 days ago

না ফেরার দেশে পোপ ফ্রান্সিস!!

অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…

2 days ago