আর কে পুর থানা ঘেরাও!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বিধানসভা নির্বাচন ঘনীয়ে আসতেই ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। কংগ্রেস কর্মীদের ওপর হামলা, কংগ্রেস ভবনে হামলার অভিযোগ তুলে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাধাকিশোরপুর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে উদয়পুর জেলা কংগ্রেস কর্মীরা। অভিযোগ, গোটা রাজ্যে কংগ্রেস কর্মীদের ওপর হামলা হুজ্বতি চলছে।
এরই মধ্যে সোমবার দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে উদয়পুর মহকুমার কাকড়াবনে কর্মসূচি পালন করার সময় কংগ্রেস কর্মীদের ওপর চড়াও হয় শাসক দলের দুর্বৃত্তরা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাধাকিশোরপুর থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এদিনের বিক্ষোভ প্রদর্শনের নেতৃত্ব দেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস সহ অন্যান্যরা।