অনলাইন প্রতিনিধি:-কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তারকে ধর্ষণ করে বর্বরোচিতভাবে হত্যা করার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার করে ফাঁসি দেওয়ার দাবিতে রাজ্যেও চিকিৎসকরা শনিবার কর্মবিরতি পালন করেছে।প্রাইভেট চেম্বারও বন্ধ রেখেছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) উদ্যোগে সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও সরকারী, বেসরকারী সবস্তরে কর্মবিরতি পালন করা হয়েছে।সন্ধ্যায় আগরতলার রাজপথে মোমবাতি জ্বালিয়ে নারকীয় ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার করে ফাঁসির দাবিতে র্যালি করা হয়।শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টা চিকিৎসকদের কর্মবিরতির ডাক দেয় আইএমএ।রাজ্যের প্রধান হাসপাতাল জিবি এবং আইজিএমে চিকিৎসকদের কর্মবিরতির কারণে বহির্বিভাগ অচল ছিল। বহির্বিভাগে কোনও চিকিৎসক বসেননি রোগী দেখতে ও রোগীর চিকিৎসা পরিষেবা দিতে।ফলে রোগীরা বহির্বিভাগে চিকিৎসক না পেয়ে অসুস্থ শরীর নিয়ে চরম দুর্ভোগ ও বিপাকে পড়েন। তবে হাসপাতালের জরুরি বিভাগ চালু থাকায় বহির্বিভাগে চিকিৎসক দেখাতে না পেরে বহু রোগী সেখানে ছুটে গিয়ে চিকিৎসা পরিষেবা নেন।এ বিষয়ে জিবির সুপার ডা. শঙ্কর চক্রবর্তী ও আইজিএমের সুপার দেবশ্রী দেববর্মা জানান, বহির্বিভাগে চিকিৎসক না বসলেও জরুরি বিভাগে ও জরুরি বিভাগের পাশে, ট্রমা সেন্টারের পাশে
প্রায় সব বিভাগের চিকিৎসকরা টেবিল নিয়ে বসেন রোগী দেখার জন্য। টিকিট কাউন্টার থেকে রোগীকে জরুরি চিকিৎসা বিভাগে গিয়ে চিকিৎসক দেখানোর জন্য টিকিটও দেওয়া হয়।সুপাররা জানান, ওয়ার্ডে ভর্তি রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। রোগীর জরুরি অপারেশন করা হয়।রোগীর জরুরি পরীক্ষানিরীক্ষা করা হয়। তবে রোগীর রুটিন অপারেশন ও রুটিন রোগ পরীক্ষা কর্মবিরতির কারণে হয়নি। তাতেও রোগীরা প্রচণ্ড সমস্যায় পড়েন বলে রোগীর অভিযোগ।রাজ্যের অন্যান্য সরকারী ও বেসরকারী হাসপাতাল, চিকিৎসা কেন্দ্রেও চিকিৎসকের কর্মবিরতির কারণে রোগীর চিকিৎসা পরিষেবায় প্রচণ্ড প্রভাব পড়েছে।শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আগরতলা সরকারী মেডিকেল কলেজ (জিবি) ভবনের সামনে কর্মবিরতি পালনে চিকিৎসকরা আর জি কর কাণ্ডে প্রতিবাদ সভা করেন।এদিকে, সন্ধ্যায় আইএমএর তরফে এক প্রতিবাদ মিছিল বের হয়। জগন্নাথবাড়ি রোডস্থিত আইএমএর সাংগঠনিক কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।মোমবাতি প্রজ্বালন করে আগরতলার রাজপথে বেশ বড়সড় মিছিল করেন চিকিৎসকরা।নার্সরাও মিছিলে শামিল হন।মিছিল থেকে দাবি জানানো হয় দোষীদের দ্রুত বিচার করে ফাঁসি দেওয়ার জন্য। চিকিৎসকদের নিরাপত্তা দেওয়ার দাবিও ওঠে। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমার পর পুনরায় আইএমএ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।আইএমএর ত্রিপুরা শাখার সভাপতি ডা. সঞ্জীব দেববর্মা জানান,আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে আহৃত চিকিৎসকদের কর্মবিরতি পুরো সফল হয়েছে।নার্স, ফার্মাকোলজি সহ চিকিৎসকদের বিভিন্ন সংগঠন তাতে শামিল হওয়ায় সকলকে অভিনন্দন জানান আইএমএর রাজ্য সভাপতি ডা. দেববর্মা। সন্ধ্যায় মোমবাতি র্যালিতে অনেক প্রবীণ চিকিৎসকও অংশ নেন। এদের মধ্যে রয়েছেন ডা. বিকাশ রায়, ডা. দিলীপ দাস, ডা. অশোক সিনহা, ডা. সুধীর দেববর্মা, ডা. হিতাংশু ভট্টাচার্য সহ আরও অনেকে।
এদিকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজে মেডিকেল ছাত্রী ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করেন ধলাই জেলা হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা। ধর্ষণ এবং খুনে জড়িতদের শাস্তির দাবিতে ধলাই জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং চিকিৎসাকর্মীরা কর্মবিরতি রেখে প্রতিবাদে মুখর হন।১৭ আগষ্ট হাসপাতালের সামনে সকাল নয়টা থেকে বেলা এগারোটা পর্যন্ত কর্মবিরতি পালন করার প্রতিবাদ কর্মসূচিতে শামিল হন সমস্ত চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা।
এদিকে, আর জি কর মেডিকেল কলেজে মেডিকেল ছাত্রী ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার খোয়াই জেলা হাসপাতালের চিকিৎসকরা হাসপাতালে বহির্বিভাগে এক ঘন্টার জন্য কর্মবিরতি পালন করেন। হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি পালন করলেও সাধারণ রোগীদের কথা চিন্তা করে হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবা স্বাভাবিক রেখেছেন।
এদিকে, আর জি কর হাসপাতালের মেডিকেল ছাত্রীকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার সোনামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদ মিছিলে শামিল হন। সকালে এক ঘন্টার জন্য হাসপাতালের বহির্বিভাগ বন্ধ রেখে হাসপাতালের সামনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা কালো ব্যাজ ধারণ করে প্রতিবাদ জানান।পরে হাসপাতাল থেকে একটি মিছিল মেলাঘর বাজার
পরিক্রমা করে।
এদিকে, ‘দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট’ ও এর মহিলা সেলের ত্রিপুরা রাজ্য শাখার পক্ষ থেকে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে পিজি ট্রেনি ডাক্তারের সঙ্গে ঘটে যাওয়া নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে, দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে শনিবার একটি মৌন প্রতিবাদী মিছিল করা হয়।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…