আলবানিয়ার রাষ্ট্রপতি হলেন বজ্রম বিগাজ

 আলবানিয়ার রাষ্ট্রপতি হলেন বজ্রম বিগাজ
এই খবর শেয়ার করুন (Share this news)

আলবানিয়ার সংসদে শনিবার দেশটির রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন এক শীর্ষ সেনাকর্তা। মেজর জেনারেল বজ্রম বিগাজ। ১৪০ আসনের সংসদে তিনি পেয়েছেন ৭৮ টি ভোট। শাসক সোশ্যালিস্ট পার্টির প্রার্থী ছিলেন বিগাজ (৫৫)। তিনি ইলির মেটার স্থলাভিষিক্ত হচ্ছেন। সর্বসম্মতিতে রাষ্ট্রপতি নির্বাচনের চেষ্টা কাজে আসেনি। কোন নিরদল প্রার্থীও ছিল না। বিরোধী অধিকাংশ সাংসদই বয়কট করেছে ভোট। তবুও ছয়জন প্রার্থীর মধ্যে বিগাজ হলেন বিজয়ী। কমিউনিস্ট শাসনোত্তর আলবানিয়ার অষ্টম রাষ্ট্রপতি বিগাজ। সামরিক বাহিনী থেকে তৃতীয় রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী ইদিরামা বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি ডিক্রী দ্বারা প্রার্থী মে. জেনারেল বিগাজকে সামরিক বাহিনী থেকে মুক্তি দিয়েছেন নির্বাচনের প্রাক্কালে। ২৪ জুলাই ইলির মেটা রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়বেন। বিগাজ ২০২২ সালের জুলাই থেকে সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। সে দেশের সংবিধান অনুযায়ী কোনও রাষ্ট্রপতি পুনরায় প্রার্থী হতে পারেন। কিন্তু তিনবার নয়।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.