Categories: দেশ

আশৈশব দৃষ্টিহীন, তবু অনায়াস দক্ষতায় মোটর সারান চিন্তম

এই খবর শেয়ার করুন (Share this news)

কবিগুরু লিখেছিলেন, ‘অন্ধজনে দেহ আলো,
মৃতজনে দেহ প্রাণ— তুমি করুণামৃত সিন্ধু করো করুণাকণা দান।’ কিন্তু কে দেবে আলো, কে দেবে প্রাণ? প্রশ্নটা সহজ হলেও উত্তর অজানা। তবে কিছুমানুষ আছেন যারা অন্যের সাহায্যের তোয়াক্কা করেন না। নিজের জীবনের শত প্রতিবন্ধকতার মধ্যেও নিজের জীবনকে টেনে নিয়ে যান। তেমনই একজন মানুষ তেলাঙ্গানার হনুমানকোন্ডা জেলার
বাসিন্দা ৬২ বছরের চিন্তম রাজু। জন্মের সময় চোখের জ্যোতি নিয়েই জন্মেছিলেন। কিন্তু পাঁচ বছর বয়সে উপর থেকে পড়ে গিয়ে মারাত্মক জখম হন। প্রাণে বেঁচে গেলেও দুই
চোখে চির জীবনের জন্য নেমে আসে অন্ধকার। চিকিৎসকদের ভাষায়, চিন্তম রাজু ১০০ শতাংশ দৃষ্টিহীন। তবু প্রতিবন্ধকতার কাছে মাথা নত করেননি তিনি। হনুমানকোন্ডায় লোকে তাকে ডাকে ‘ওয়ান্ডার ম্যান’ বলে। বিস্ময়ই বটে! চোখে দৃষ্টি নেই, শরীরও তেমন শক্তপোক্ত নয়। তাই নিয়েই
তিনি এলাকার নামী মোটর মিস্ত্রি। শুধু স্পর্শের অনুভবে বিকল মোটর সচল করে দেন চিন্তম। সাধারণ মোটর কোন ছাড়, কৃষিকাজের জন্য ব্যবহৃত বড় মোটরও মেরামত করেন অনায়াস দক্ষতায়। স্থানীয় সংবাদপত্রে তিনি বলেছেন, ‘অন্ধত্বকে আমি কখনও আমার জীবনের অক্ষমতা হিসাবে
ভাবিনি। বরং প্রতিবন্ধকতাকে আমি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিলাম। একটা সময় দেখলাম, অন্ধত্বই আমার সয়ে গেছে।’ তার কথায়, ‘আমি দৃষ্টিশক্তি হারাই ৫ বছর বয়সে। কিন্তু তার পরেও আমার জীবনে যা পড়ে
থাকে তা হল অসীম সাহস আর অদম্য আত্মবিশ্বাস। চোখ নেই বলে কারও উপর নির্ভরশীল থাকা আমার পছন্দ নয়।’ তিনি অকৃতদার। একলা মানুষ। কারও উপর নির্ভরশীল নন, তার উপরেও কেউ নির্ভরশীল নয়। চিন্তমের অভিজ্ঞানে ‘হবে না’ বলে কোনও শব্দ নেই। নিজের দৈনন্দিন সব কাজ তিনি নিজে করেন। মোটর মেরামত তো আছেই, তার বাইরে বাড়ির যাবতীয় কাজ। ইচ্ছা হলেই নেমে যান পুকুরে। মন ভাল থাকলে থালা বাজিয়ে, গলা খুলে গান করেন। আর পাঁচটা বাড়ির মতো তার বাড়িতেও টিভি আছে। দেখার ক্ষমতা নেই, তবু টিভি ‘শোনেন’। ঘরে আছে থিয়েটারও। রেডিও তার সর্বক্ষণের সঙ্গী। নাগার্জুনে র সিনেমা তার খুব পছন্দের। পর্দার নায়ককে চোখে না
দেখলে কী হবে, নার্গাজুনের ছবির সংলাপ বলতে পারেন। তিনি জানান, বাবা-মায়ের মৃত্যু র পর গত ৩০ বছর ধরে এভাবেই কাটছে জীবন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

19 mins ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

24 mins ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

34 mins ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

38 mins ago

শিক্ষক সংকটে ধুঁকছে স্কুল,তলানিতে ছাত্র সংখ্যা।।

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার অস্তিত্ব সংকটে। সরকারী স্কুলগুলিতে নিয়মিত পড়াশোনা হচ্ছে না। গত ১০…

40 mins ago

২ ঘণ্টায় ৮৩টি ডাকাতি, ৪৮ ঘণ্টায় ৭৩টি ‘ধর্ষণ!!

অনলাইন প্রতিনিধি :-লাগাতার চুরি, ছিনতাই। মহিলারাও কোনোভাবে সুরক্ষিত নন। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে…

43 mins ago