আস্তাবলে ২৩’র দামামা বাজিয়ে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। কয়েকমাস বাদেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন। শাসক দলের হয়ে নির্বাচনের দামামা বাজাতে রবিবার ত্রিপুরায় এলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেঘালয়ের জনসভা শেষ করে ত্রিপুরায় এলেন প্রধানমন্ত্রী। এদিন বিকেল ৪টা ০৫ মিনিটে স্বামী বিবেকানন্দ ময়দানে সভা মঞ্চে এলেন তিনি। সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তিনিও প্রধানমন্ত্রীর সঙ্গে মেঘালয়ের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব্বর্মন , রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।

ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা পরিয়ে প্রধানমন্ত্রীকে বরণ করে, ত্রিপুরার কুটির শিল্পের অন্যতম নিদর্শন বাঁশ-বেতের তৈরি সামগ্রী উপহারস্বরূপ প্রধানমন্ত্রীকে প্রদান করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।
তারপর বোতাম টিপে একে একে প্রত্যেকটি প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার মধ্যে রয়েছে ত্রিপুরার প্রথম ডেন্টাল কলেজ এর উদ্বোধন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় মোট ২লক্ষ ৫ হাজার ৫৪৫ টি ঘরের গৃহ প্রবেশ , জল জীবন মিশন এর আওতায় ১ লক্ষ ৫২ হাজার ঘরে পানীয় জল এর সংযোগ ।

১৮ কোটি টাকা ব্যয়ে আনন্দনগরে স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এর উদ্বোধন , ৮ নম্বর জাতীয় সড়কের উপর খয়েরপুর আমতলী বাইপাস সড়কের সম্প্রসারণ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় ২৩২ কিলোমিটার রাস্তার শিলান্যাস , রাজ্য এবং জেলা হাইওয়ের মোট ৫৪২ কিলোমিটার দৈর্ঘ্যের ১১২ টি রাস্তার শিলান্যাস করেন ।

এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান জনকল্যাণকর একাধিক প্রকল্পের বাস্তবায়নের জন্য ।
প্রধানমন্ত্রী ত্রিপুরার জনগণের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে বলেন, বিগত ৫ বছরে ত্রিপুরার পিছিয়ে পড়া সব গ্রামের উন্নত সড়কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন হয়েছে। আগরতলা-আখাউড়া রেলপথের মাধ্যমে বাণিজ্যের নতুন রাস্তা খুলবে ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের এতে ত্রিপুরা উত্তরপূর্ব ভারতের জন্য গুরুত্বপূর্ন লজিস্টিক হাব হিসেবে বিবেচিত হচ্ছে । বিজেপির ডাবল ইঞ্জিন সরকার ত্রিপুরায় থাকার ফলেই এটা সম্ভব হয়েছে।

বিগত সরকারকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন , বিগত সরকার ত্রিপুরাকে বিকাশ থেকে বঞ্চিত রেখেছিল , পজিটিভ ভাব থেকে রাজ্যকে দূরে রেখেছে । বিজেপি এই রাজনীতিকে পাল্টেছে আর তাই বিজেপি ত্রিপুরায় আদিবাসীদের প্রথম পছন্দ ।
জনসভায় সম্বোধনের পর স্টেট গেস্ট হাউসে রাজ্য সরকারের মন্ত্রিসভা এবং শাসক দলীয় বিধায়কদের নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধানমন্ত্রী এবং তারপরেই দিল্লির উদ্দেশ্যে রওনা হন।

Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

4 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

4 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

5 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago