আস্থা ভোটে জয়ী শিন্ডে
শক্তিপরীক্ষায় পাশ করলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। সোমবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থাভোটে জয়ী হল শিন্ডে-বিজেপি সরকার। জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪৪ ভোট। জাদু সংখ্যা (ম্যাজিক ফিগার) পার করে ১৬৪ জন বিধায়কের সমর্থন পেয়েছে শিন্ডে শিবির।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শিবসেনার মুখ্য সচেতক ভরত গোগাওয়ালের হুইপের বিরুদ্ধে ভোট দিয়েছেন উদ্ধব ঠাকরে-পুত্র আদিত্য।