ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী পবনদীপ,অবস্থা আশঙ্কাজনক!!
আড়াই কোটি টাকার গাঁজা উদ্ধার!!

গোপন সংবাদ এর ভিতিতে কুমারঘাট থানার পুলিশ প্রায় আড়াই কোটি টাকার গাঁজা আটক করে। ঊনকোটি জেলার এস পি.কান্তা জাহাঙ্গীর জানান, রবিবার দুপুরে কুমারঘাট থানার ওসি শংকর সাহার কাছে খবর আসে আগরতলা থেকে একটি ট্রাকে করে গাঁজা বহিরাজ্যে পাচার হচ্ছে। পুলিশের তল্লাশী দেখে এ এস 01এম সি0388এই গাড়িটির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৫০০ কেজি গাঁজা উদ্ধার করে।