অনলাইন প্রতিনিধি :- রাজ্য ক্রিকেটে চলমান অস্থিরতায় ঘরে না ফিরে পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফি (চার দিবসীয়) ও দেওধর ট্রফি (একদিবসীয়) জাতীয় স্তরের দুই ফরম্যাটের ক্রিকেট আসর খেলেই ফের কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যাণ্ডে চলে গেলেন রাজ্যের সিনিয়র অলরাউণ্ডার মণিশঙ্কর মুড়াসিং।গত ৬ আগষ্ট মুড়াসিং ইংল্যাণ্ড পৌঁছে। জানা গেছে আগামী শনিবার মুড়াসিংয়ের দল ফিলেডেলফিয়া ৫০:৫০ ওভারের একটি একদিনের ম্যাচ খেলবে। এর জন্য দলের সঙ্গে নিজেও প্রস্তুত হচ্ছে। উল্লেখ্য এই বছরই দ্বিতীয় দফায় কাউন্টি ক্রিকেটে এটি মণিশঙ্কর মুড়াসিংয়ের প্রথম ম্যাচ হবে। প্রতিপক্ষ দল সিয়াম পার্ক।ইংল্যাণ্ডে প্রিমিয়ার লীগ ক্রিকেটে বর্তমান মণিশঙ্কর মুড়াসিংয়ের দল লীগ টেবিলের তিন নম্বরে রয়েছে। এদিকে এদিন সন্ধ্যায় মুড়াসিংকে যখন মোবাইলে ধরা হয় তখন সে জিমে অনুশীলনে ব্যস্ত। যেহেতু পরের ম্যাচের আগে কয়েকটা দিন হাতে রয়েছে তাই এই ফাঁকে শরীরটাকেও চাঙ্গা করে নিচ্ছি – নিজেই জানান। এদিকে, ইতিমধ্যে ব্যাট বলের প্র্যাকটিসেও নেমে পড়েছে। এবার দেওধরে পাঁচ ম্যাচে মণিশঙ্করের শিকার ৯ উইকেট। যারমধ্যে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধেই পাঁচ উইকেট রয়েছে। দলীপ ও দেওধর পারফরম্যান্সে নাকি ইংল্যাণ্ডে তার দলের কোচ, কর্মকর্তারাও খুশি। প্রসঙ্গত কাউন্টিতে মণিশঙ্করের সামনে আরও ৬/৭ টা ম্যাচ খেলার সুযোগ। রঞ্জির আগে নিজেকে আরও তৈরি করার লক্ষ্যও থাকছে আমার– জানালেন মণিশঙ্কর। তবে এটাও ঠিক রাজ্যের ক্রিকেটাররা যখন দারুণ দুশ্চিন্তায়, তখন ইংল্যাণ্ডে ক্রিকেট নিয়ে ব্যস্ত মণিশঙ্কর মুড়াসিং।
অনলাইন প্রতিনিধি :-শুক্রবার সন্ধ্যায় পর পর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা…
অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…
অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…
লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…
অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…
অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…