অনলাইন প্রতিনিধি :- রাজ্য ক্রিকেটে চলমান অস্থিরতায় ঘরে না ফিরে পূর্বাঞ্চলের হয়ে দলীপ ট্রফি (চার দিবসীয়) ও দেওধর ট্রফি (একদিবসীয়) জাতীয় স্তরের দুই ফরম্যাটের ক্রিকেট আসর খেলেই ফের কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যাণ্ডে চলে গেলেন রাজ্যের সিনিয়র অলরাউণ্ডার মণিশঙ্কর মুড়াসিং।গত ৬ আগষ্ট মুড়াসিং ইংল্যাণ্ড পৌঁছে। জানা গেছে আগামী শনিবার মুড়াসিংয়ের দল ফিলেডেলফিয়া ৫০:৫০ ওভারের একটি একদিনের ম্যাচ খেলবে। এর জন্য দলের সঙ্গে নিজেও প্রস্তুত হচ্ছে। উল্লেখ্য এই বছরই দ্বিতীয় দফায় কাউন্টি ক্রিকেটে এটি মণিশঙ্কর মুড়াসিংয়ের প্রথম ম্যাচ হবে। প্রতিপক্ষ দল সিয়াম পার্ক।ইংল্যাণ্ডে প্রিমিয়ার লীগ ক্রিকেটে বর্তমান মণিশঙ্কর মুড়াসিংয়ের দল লীগ টেবিলের তিন নম্বরে রয়েছে। এদিকে এদিন সন্ধ্যায় মুড়াসিংকে যখন মোবাইলে ধরা হয় তখন সে জিমে অনুশীলনে ব্যস্ত। যেহেতু পরের ম্যাচের আগে কয়েকটা দিন হাতে রয়েছে তাই এই ফাঁকে শরীরটাকেও চাঙ্গা করে নিচ্ছি – নিজেই জানান। এদিকে, ইতিমধ্যে ব্যাট বলের প্র্যাকটিসেও নেমে পড়েছে। এবার দেওধরে পাঁচ ম্যাচে মণিশঙ্করের শিকার ৯ উইকেট। যারমধ্যে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধেই পাঁচ উইকেট রয়েছে। দলীপ ও দেওধর পারফরম্যান্সে নাকি ইংল্যাণ্ডে তার দলের কোচ, কর্মকর্তারাও খুশি। প্রসঙ্গত কাউন্টিতে মণিশঙ্করের সামনে আরও ৬/৭ টা ম্যাচ খেলার সুযোগ। রঞ্জির আগে নিজেকে আরও তৈরি করার লক্ষ্যও থাকছে আমার– জানালেন মণিশঙ্কর। তবে এটাও ঠিক রাজ্যের ক্রিকেটাররা যখন দারুণ দুশ্চিন্তায়, তখন ইংল্যাণ্ডে ক্রিকেট নিয়ে ব্যস্ত মণিশঙ্কর মুড়াসিং।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…