ইউনিক বাজেট, মুখ্যমন্ত্রী।।

 ইউনিক বাজেট, মুখ্যমন্ত্রী।।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেট যুব,মহিলা, কৃষক, গরিব অংশের মানুষের জন্য সহায়ক হবে। এছাড়াও এই বাজেট সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যকে পূরণ করতেও সহায়ক ভূমিকা নেবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।
সংবাদ মাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কেন্দ্রীয় বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ঘোষণায় তিনি ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোনও কর দিতে হবে না বলে জানান। নয়া কর কাঠামোয় সরকারী ও বেসরকারী সংস্থার বেতনভোগী কর্মীদের জন্য বছরে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত আয়ে করের পরিমাণ শূন্য রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা এবারের বাজেটকে একটা ইউনিক বাজেট বলা যায়। যুব সম্প্রদায়, মহিলা, কৃষক, বিভিন্ন বিষয়েই গুরুত্বের সঙ্গে নজর দেওয়া হয়েছে এই বাজেটে। তুলো উৎপাদন এবং তার গুণমানের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টার্ট আপের মাধ্যমে যুবদের এগিয়ে নিয়ে যাওয়া ও তাদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছেন। এক্ষেত্রেও নজর দেওয়া হয়েছে বাজেটে।
মুখ্যমন্ত্রী বলেন, উড়ান স্কিমেও বাজেটে বিশেষ গুরুত্ব তুলে ধরা হয়েছে। এই স্কিমে গোটা দেশে প্রায় ১২২টি নতুন ডেস্টিনেশন রাখা হয়েছে। ট্যুরিজম ডেস্টিনেশনের জন্য নতুন করে প্রায় ৫০টি স্পটে পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। এতে পর্যটকদের আরও আকর্ষিত করে তোলা সম্ভব হবে। বাজেট প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী বলেন, এবারের বাজেটে বিহারের জন্য গ্রিনফিল্ড এয়ারপোর্ট এর সংস্থান রাখা হয়েছে। এছাড়াও ৩০টি জীবনদায়ী ওষুধে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। সব মিলিয়ে এবারের বাজেটকে তিনি জনমুখী বাজেট বলেও আখ্যায়িত করেছেন। এজন্য তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.