Categories: বিদেশ

ইউনুসের পদত্যাগ দাবিতে হরতালের ডাক আওয়ামী লীগের।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে গত ২৮ জানুয়ারী দলের ফেসবুক পেইজে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ৫ ফেব্রুয়ারী আছে প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারী প্রতিবাদ মিছিল ও সমাবেশ;১০ ফেব্রুয়ারী বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারী অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারী দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল। ফেব্রুয়ারীর শুরু থেকে প্রচারপত্র বিলির মধ্যে দিয়ে কর্মসূচি শুরুর কথা আওয়ামী লীগ ফেসবুকে দিচ্ছিল নিয়মিতই।এরপরই গ্রেপ্তার-আটকের মুখে পড়তে থাকেন দলটির নেতাকর্মীরা। পরের কর্মসূচিগুলোতেও খুব একটা প্রকাশ্যে নামতে দেখা যায়নি তাদের। তবে ফেসবুকে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে দলটি।ফেসবুকে আওয়ামী লীগের হরতাল আহ্বানের বিষয়ে ঢাকার পুলিশ কমিশনার সাজ্জাত আলি বলেন, এটা
তো আপনারা ফেসবুকে দেখতেছেন,
অতীতেও এরকম প্রোগ্রাম দিয়েছে।
আওয়ামী লীগের কর্মসূচির প্রসঙ্গে
পুলিশ কমিশনার বলেন,গত দেড় মাসে এরকম প্রোগ্রাম আরও দিয়েছে।
এগুলো আমরা মোকাবিলাও করেছি।
আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের
হরতাল মোকাবিলায় সব ধরনের
প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলি।আওয়ামী লীগ ফেসবুকভিত্তিক কর্মসূচি দিচ্ছে, বিষয়টিকে কীভাবে দেখছেন জানতে চাওয়া হলে ডিএমপি কমিশনার বলেন, এখন মিডিয়ার যুগ, দিতেই পারে।
এরপরেই তার কাছে মঙ্গলবার আওয়ামী লীগের ডাকা হরতাল কর্মসূচির ব্যাপারে কোনো প্রস্তুতি আছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, অল… প্রস্তুতি আছে।আমার ডিপার্টমেন্ট থাকবে।কোনো ইয়ে নেই…. আপনারা আতঙ্কিত হবেন না। কোনো কিছু করবে না, কোনো কিছু ঘটবে না।
“পুরো শহরের নিরাপত্তা ব্যবস্থা আছে, প্রস্তুতি আছে। আমরা কাজ করছি। গত দেড় মাসে এরকম প্রোগ্রাম আরও দিয়েছে। এগুলো আমরা মোকাবিলাও করেছি। ল অ্যান্ড অর্ডার… গুড।
দাবি-দাওয়া নিয়ে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের রাস্তায় নেমে যাওয়া ও মানুষের দুর্ভোগ নিয়েও কথা বলেন সাজ্জাত আলি। পুলিশ কমিশনার বলেন, আমাদের এখন মূল সমস্যা ত নানা গোষ্ঠী তাদের দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামছে। রাস্তায় নেমে ট্রাফিকটা বন্ধ করে, ফলে মানুষের অনেক সাফারিং হয়। একাধিকবার তাদের অনুরোধ করা হয়েছে এই কাজটা না করার জন্য। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। তাদের বলেছি দাবি আদায়ের স্থান রাস্তা হতে পারে না। দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে টেবিলে বসে সমাধান করেন।
কয়েক মাস ধরে আদাবর-মোহাম্মদপুর এলাকায় ছিনতাই বেড়ে যাওয়ার প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, এই এলাকায় নতুন নতুন অফিসার দেওয়া হয়েছে। সংখ্যার চেয়েও বেশি দেওয়া হয়েছে। প্রতিদিন ব্লক রেইড দেওয়া হচ্ছে। ইদানীং ছিনতাই অনেক কম।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

5 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

9 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

9 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

12 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

12 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

14 hours ago