অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশে
আওয়ামী লীগের পতাকা নিয়ে বিক্ষোভ-সমাবেশ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইউনুস সরকার। সরকারের পক্ষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়ে বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভ সমাবেশ করার সাহস দেখালে তাদের আইনের মুখোমুখি হতে হবে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শফিকুল আলম বলেছেন, আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনও ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না।
আওয়ামী লীগ মঙ্গলবার রাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে ফেব্রুয়ারী মাসে প্রচারপত্র বিলি, অবরোধ ও হরতাল কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের ফেসবুক পেজে নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে ১ থেকে ৫ ফেব্রুয়ারী লিফলেট বা প্রচারপত্র বিলি, ৬ ফেব্রুয়ারী প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারী বিক্ষোভ মিছিল সমাবেশ, ১৬ ফেব্রুয়ারী অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারী দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আওয়ামী লীগের এসব কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে শফিকুল আলম তাদের কঠোর হাতে দমন করা এবং শাস্তির মুখোমুখি করার কথা জানান। জুলাই গণ-অভ্যুত্থানে গত পাঁচ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। দলের সভাপতি ও প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। দলটির নেতা-কর্মীরা অনেকেই বিদেশে। দেশে থাকা নেতারা আত্মগোপনে। এমন অবস্থায় ফেসবুকে দলটি কর্মসূচির কথা জানাল।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব লিখেছেন, সরকারের কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত এ প্রশ্ন তুলে শফিকুল আলম লিখেছেন, ‘জুলাই-আগষ্টের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল। তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহিদ হয়েছেন কয়েকশ তরুণ শিক্ষার্থী, এমনকী নাবালক শিশুরাও। জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণহত্যা, খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের দলীয় সরকার।’ যতক্ষণ আওয়ামী লীগ এই গণহত্যা, হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে, যতক্ষণ তাদের অন্যায়কারী নেতা-কর্মীরা বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে তদের অপরাধের জন্য বিচারকার্যের প্রক্রিয়া শুরু করে পাপমোচন করতে উদ্যোগ না নেবে, যতক্ষণ না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব ও ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেকে আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না বলে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি প্রশ্ন তোলেন, ‘মিত্রবাহিনী কি নাৎসিদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল?’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে। আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার কোনও ধরনের প্রচেষ্টাকে সুযোগ দেব না। আওয়ামী লীগের পতাকাতলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে।
অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…
অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…
অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…
শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…
কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…
অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…