Categories: বিদেশ

ইউনুস ভোট নির্ঘণ্টে টালবাহানা করছে, আশঙ্কা বিরোধী দলের।।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বাংলাদেশে নতুন
রাজনৈতিক দল নিয়ে বৈষম্যবিরোধী এবং শাসকপন্থী (অন্তর্বর্তী সরকার) দের মধ্যে যতটা উল্লাস রয়েছে ততটাই বিষাদ দেশের অন্যতম বিরোধী দল বিএনপি শিবিরে।তারা বিশ্বাস করতে চাইছে না অন্তর্বর্তী সরকার সহসা ভোেট করাবে। সরকার ইনিয়েবিনিয়ে ডিসেম্বরে ভোট করানোর কথা বললেও তাদের ভাবসাবে মানুষ সেরকম কোনও আগ্রহ দেখছেন না বলে প্রকাশ্যে দোষারোেপ করছেন বিএনপি নেতারা। তবে বাংলাদেশের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনের কাজ চালিয়েছে।চুড়ান্ত তালিকা জুন মাসেই তৈরি করবে। নির্বাচন কমিশনের তরফে এদিন একটি ভোটার তালিকা (খসড়া) প্রকাশ হয়েছে। বাংলাদেশে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। রবিবার ঢাকায় জাতীয় ভোটার দিবসে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এস নাসির উদ্দিন জানিয়েছেন, দেশে এখন চূড়ান্ত ভোটার সংখ্যা হচ্ছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।ইসি কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ২ মার্চ দেশে মোট ভোটার ছিল ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।ওই বছর শেষে যোগ হয় আরও ১৮ লাখ ৩৩ হাজার ৩৫২ জন। এছাড়া রিভাইজিং অথরিটির যাচাই-বাছাইয়ে যোগ হয় আরও ৪৮ হাজার ৭৬২ জন।
সব মিলিয়ে বর্তমানে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন, যাদের মধ্যে ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন পুরুষ। নারী ভোটারের সংখ্যা ছয় কোটি তিন লাখ ৬৯ হাজার ৬৬৫ জন।আর হিজড়ার সংখ্যা ৯৯৪।সব মিলিয়ে এক বছরে ভোটার বেড়েছে ১ দশমিক ৫৪ শতাংশ। ভোটার দিবস উপলক্ষে রবিববার নির্বাচন ভবনের সামনে শোভাযাত্রা করেন নির্বাচন কমিশনের কর্মীরা। সেখানে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গেল ২০ জানুয়ারী ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে ৫০ লাখের বেশি মানুষের তথ্য। নতুনদের যুক্ত করার পাশাপাশি মৃতদের বাদ দিয়ে আগামী জুনের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার সংখ্যা নির্ধারিত হবে।
এদিকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার নির্বাচন বিলম্ব করতে নানা কূটকৌশল করছে অভিযোগ করেছে প্রধান রাজনৈতিক দল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির নেতা সালাউদ্দিন আহমেদ মপসন এই অভিযোগ তুলে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের উদ্যোগ নেওয়ার জন্য আবারও দাবি জানিয়েছেন।জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সালাউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনের বিষয়ে সরকার কী করবে জনগণের সামনে তা দৃশ্যমান করার দাবি জানাচ্ছি। নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, চলমান সমস্যা আরও বাড়বে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের তৎপরতা প্রসঙ্গে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, ‘যদিও ইনিয়ে বিনিয়ে তাদের পক্ষ থেকে আশ্বস্ত, হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন। কিন্তু সেই কর্মকাণ্ডগুলো প্রকাশিত নয়। সেই উদ্যোগগুলো জনসম্মুখে প্রকাশিত ও দৃশ্যমান হতে হবে, আমরা আসলেই সেদিকে (নির্বাচনের) যাচ্ছি কিনা। তিনি বলেন, ‘নির্বাচনের সময় দীর্ঘায়িত হলে গণতন্ত্র উন্নয়নের পথ দীর্ঘায়িত হবে এবং অস্থিরতা বাড়বে। এতে বিভিন্ন রকম অস্থির অবস্থার সৃষ্টির সুযোগ নেবে স্বৈরাচার ও তার দোসররা। সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয়, সেটিই হচ্ছে আমাদের প্রস্তাব। তিনি বলেন, ‘জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচন প্রয়োজন। যত দিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবিলা করতে হবে। তাহলেই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা যাবে। ‘জাতিসংঘের রিপোর্টে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম স্পষ্ট উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘বিগত সময়ে মানবাধিকার বিনাশে রাজনীতিবিদদের ভূমিকা দেখেছে সবাই। জাতি সংঘের রিপোর্ট অনুসারে, শেখ হাসিনাকে খুনি ও গণহত্যাকারী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশ গণহত্যার নির্দেশ শেখ হাসিনাই দিয়েছেন, এটা প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন, ‘গণহত্যার জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনও অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়নি। বরং তাদের বক্তব্য শুনলে মনে হয় অভ্যুত্থানে অংশ নেয়ারাই অপরাধী।এই অবস্থা থেকে মুক্তি পেতে রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে।দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে না আনা গেলে তারা সরকারের ভালো কাজগুলোরও সমালোচনা করবে দেশের জনগণ।তুলনা করবে আগেকার সরকারের সঙ্গে।এই বিষয়টির দিকে নজর দেওয়া জরুরি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

হার্টের চিকিৎসা পরিকাঠামোর অভাবে রোগীর মৃত্যু, বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি:-রাজধানীরআইজিএম হাসপাতালে বুধবার এক রোগীর মৃত্যু ঘিরে ক্ষুব্ধ ও উত্তেজিত রোগীর আত্মীয়ের দৌড়াদৌড়িতে কিছুক্ষণের…

18 hours ago

দুর্ঘটনা এড়াতে মানুষকেই সচেতন হতে হবে: বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য অতিথিশালায় 'মেম্বার অব পার্লিয়ামেন্টস রোড সেফটি কমিটি'র এক সভা থেকে বুধবার রাজ্যের…

18 hours ago

ডিম দুধ মাছ মাংসের স্বনির্ভরতায় ডোনার মন্ত্রকে প্রস্তাব মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে বুধবার ডিম, দুধ,…

18 hours ago

বড় দায়িত্ব ভারতের!!

স্বাধীনোত্তর ভারতের ইতিহাসে টাকার অঙ্কে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে বৃহত্তম প্রতারণা মামলা প্রকাশ্যে আসার সাত…

18 hours ago

বিপ্লবের নেতৃত্বে সংসদ সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক!

অনলাইন প্রতিনিধি :-পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলায় সংসদ সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক…

2 days ago

ছুটির দিনে ক্রেতার ঢল বাজারে,চৈত্র মেলা আগামী বছর থেকে শিশু উদ্যানে: মেয়র!!

অনলাইন প্রতিনিধি :-শহরে সূর্যের প্রচণ্ড তাপদাহের মধ্যেও চৈত্রের শেষ 'সময়ে রিডাকশন সেল মেলা তথা বাজার…

4 days ago