শিক্ষা অর্জনের জন্য বয়স কোনও বাধা নয়, দরকার আদতে প্রবল ইচ্ছাশক্তি বাংলাদেশের বাসিন্দা ৬৭
বছর বয়সি আবুল কালাম আজাদ
আবারও সে কথা প্রমাণ করলেন।
তিনি এবার ঢাকা বোর্ডের এসএসসি
(দশম মান, আমাদের এখানে যা
মাধ্যমিক) পরীক্ষায় ২.৯৫ জিপিএ
নিয়ে পাস করেছে। ২.৯৫ জিপিএ-র
অর্থ আমাদের এখানে শতকরা ৮৪
শতাংশ নম্বর। ২০২২ সালে চন্দ্রাবাজ
রশিদা বেগম হাইস্কুল থেকে মাধ্যমিক
পরীক্ষায় বসেন আবুল। সোমবার
দুপুরে ফলাফল প্রকাশিত হওয়ায়
জানতে পারেন, ভাল নম্বর নিয়ে পাশ
করেছেন ১৯৫৫ সালে লঙ্গরপাড়া
গ্রামে জন্ম আবুলের।
আবুল কালাম আজাদ শেরপুরের
শ্রীবরদী উপজেলার খরিয়াকাজিরাচর
ইউনিয়নের লঙ্গারপাড়া গ্রামের
বাসিন্দা। তবে, অন্য একটি নামেও
তিনি বেশ পরিচিত, ‘কবি কালাম’।
হ্যাঁ, কবি হিসাবে তার মোটামুটি খ্যাতি
আছে। কিন্তু নানা অভাব-অনটনের
কারণে স্কুলের গণ্ডি পেরোতে
পারেননি। নিজে মাধ্যমিক পাস
করতে না পারলে কী হবে, নিজের
তিন ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত
করেছেন। তার বড় ছেলে শিক্ষক,
দ্বিতীয় ছেলে কামিল ডিগ্রি (দ্বাদশ
মান) অর্জন করেছেন এবং ছোট ছেলে
ইঞ্জিনিয়ার।
নিজের ইচ্ছাশক্তি সম্পর্কে আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে
বলেন, ‘আমি ১৯৭৫ সালে প্রথমবার
এসএসসি পরীক্ষার্থী ছিলাম। কিন্তু
১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষের কারণে
আমি পড়াশোনা করতে পারিনি।
তখন সংসার চালানো কঠিন ছিল।
তাই আমি ঢাকায় চলে যাই। ঢাকায়
পড়তে চেয়েছিলাম। কিন্তু সেটা সম্ভব
হয়নি। পরবর্তীতে ঢাকা থেকে সৌদি
আরবে চলে যাই এবং সেখানে ১৮
বছর থাকি। দেশে ফিরে পারিবারিক
কাজের পাশাপাশি লেখালেখি শুরু
করি। এরই মধ্যে অসংখ্য কবিতা,
ছড়া, উপন্যাস লিখেছি। গানও
লিখেছি প্রচুর।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী
শেখ হাসিনাকে নিয়ে আমি ২৭টি
কবিতা লিখেছি। আর বঙ্গবন্ধুক ে নিয়ে
পাঁচটি কবিতা লিখেছি। আমি চাই
আমার কবিতাগুলি প্রধানমন্ত্রীর কাছে
পৌঁছাক।’
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…