ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভারতে আসছেন ১ জুন

 ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভারতে আসছেন ১ জুন
এই খবর শেয়ার করুন (Share this news)

তিন দিনের ভারত সফরসূচী নিয়ে আসছেন ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেন্নি গান্তজ্। ১ জুন পৌঁছাচ্ছেন তিনি নয়াদিল্লীতে। তার এই সফর জেরুজালেমের জন্যও গুরুত্বপূর্ণ। তিনি লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর করবেন।
যা হবে দু’দেশের মধ্যে ত্রিশ বছরের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কের দলিল বা লিখিত স্মারক। ভারতের খন্ডিত স্বাধীনতার নয় মাস পরে দুই সহস্রাব্দের ছিন্নমূল ইহুদি জাতি পুনরায় নিজেদের জন্য ছোট হলেও একটি রাষ্ট্র পায়। ভারত ইজরায়েলকে স্বীকৃতি দেয় ১৭ সেপ্টেম্বর ১৯৫০ সালে। কিন্তু ভারত কূটনৈতিক সম্পর্ক গড়েনি দীর্ঘকাল ইজরায়েলের সাথে, মুসলিম দুনিয়া ক্ষুব্দ হবে, এই আশঙ্কায়। পরিশেষে পি.ভি নরা সম্হা রাও প্রধানমন্ত্রী থাকার সময় ২৯ জানুয়ারি ১৯৯২ ভারত-ইজরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এদিকে, জুলাই ২০১৭ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী ( নরেন্দ্র মোদি ) ইজরায়েল সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তি দেয়। তখন থেকে জ্ঞানভিত্তিক অংশীদারিত্ব, উদ্ভাবন, গবেষণা ইত্যাদি ক্ষেত্রে দু’দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি হচ্ছে। মিডিয়ার একাংশ বলেছে, ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর লেটার অব ইন্টেন্ট স্বাক্ষর প্রকৃতপক্ষে স্পেশাল সিকিউরিটি ডিক্লারেশন। ইজরায়েলি প্রতিরক্ষা সরঞ্জামের অন্যতম বড় ক্রেতা হলো ভারত।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.