ইঞ্জিন বিকলে স্তব্ধ পরিষেবা!!

 ইঞ্জিন বিকলে স্তব্ধ পরিষেবা!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রবিবার রাত থেকেই ত্রিপুরায় বন্ধ রেল যোগাযোগ। ইঞ্জিন বিকল হওয়ার কারনেই রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে।ঘটনা পানিসাগর মহকুমার অন্তর্গত চন্দ্র হালাম পাড়া স্থিত ডলুবাড়ি এলাকায়। জানা গেছে, রবিবার রাতে আগরতলা থেকে গৌহাটি উদ্দেশ্যে একটি মালবাহী খালি ট্রেন রওয়ানা হয়ে রাত  একটা নাগাদ ঐ এলাকায় পৌছালে আচমকাই ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। এতে ট্রেনটি আটকে পড়ে।

পরবর্তীতে রাতেই লামডিং থেকে এক্সিডেন্টে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে লেগে পরে।এদিকে মাঝপথে ট্রেন আটকে যাওয়াতে ধর্মনগর ও কুমারঘাটে আটকে পরেছে বহু যাত্রী ও ট্রেন। ধর্মনগর স্টেশনে আটকে আছে হামসফর এক্সপ্রেস সহ ধর্মনগর আগরতলা পেসেঞ্জার ট্রেন।অপরদিকে কুমারঘাটে আটকে পরেছে জনশতাব্দী এক্সপ্রেস সহ আগরতলা শিলচর গামী পেসেঞ্জার ট্রেন।

উভয় স্টেশনে আটকে পরে হাজার হাজার যাএী সাধারনেরা।  এদিকে এখনো চলছে ইঞ্জিন সচল করার কাজ। সেখানে রয়েছে রেলের বিভিন্ন আধিকারিকরা।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.