শুক্রবারই আহমেদাবাদের স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । আর সেই ম্যাচের আগেই কলকাতার ইডেন গার্ডেন্স নিয়ে মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । আইপিএলের প্লে অফের জন্য ইডেনের মাঠই যে সব থেকে আদর্শ সেই কথা জানালেন সৌরভ । বৃষ্টির ভ্রূকুটি থাকলেও ইডেনে প্লে অফের দুটি ম্যাচই শেষ পর্যন্ত নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে । তাই এখন অনেকটাই চিন্তা মুক্ত মহারাজ । নিজের শহরে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে বারবার তিনি কলকাতায় এসে সিএবির ম্যাচ নিয়ে আলোচনা করেছিলেন । আর শেষ পর্যন্ত দুটি ম্যাচে ভালভাবে শেষ হওয়ার পর সৌরভ উচ্ছ্বসিত । শুধু খেলাই নয় তার সঙ্গে এই দুটি ম্যাচেই গ্যালারি ভর্তি লোক হয়েছিল ।
কলকাতা প্লে অফে জায়গা না পেলেও দুটি ম্যাচে দর্শকদের যা উন্মদনা সৌরভ দেখেছেন তাতে কলকাতা যে ক্রিকেট পাগল নগরী সেটা আরও একবার প্রমাণ হয়ে গিয়েছে ।শুক্রবার আহমেদাবাদের মোতেরাতে বেঙ্গালুরু – রাজস্থান ম্যাচের আগে সোশ্যাল মিডিয়াতে নিজের ঘরের মাঠের ভূয়সী প্রশংসা করেছেন । আহমেদাবাদের ম্যাচের আগে সৌরভের এই মন্তব্য যে সবদিক থেকেই বেশ তাৎপর্যপূর্ণ সেটা কিন্তু ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন । মোতোরার থেকেও ইডেন যে আইপিএলের ফাইনালের ক্ষেত্রে আদর্শ ভেন্যু সৌরভ গঙ্গোপাধ্যায় সম্ভবত সেটাই বোঝাতে চেয়েছেন বলে অনেক ক্রিকেট বোদ্ধারা তাদের মত পোষণ করেছেন । শুক্রবার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন , ‘ ইডেনগার্ডেন্সই সেরা ভেন্যু । এই স্টেডিয়ামে দুই দিনে আটশো রান হয়েছে । আর সেই দুটি ম্যাচের ফলই একদম শেষ ওভারে গিয়ে নির্ধারিত হয়েছে । এক কথায় দারুণ দুটি ম্যাচ হয়েছে এই স্টেডিয়ামে । ‘ এখানেই থেমে থাকেননি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট । সৌরভ আরও যোগ করেছেন , ‘ ‘সবুজ গালিচার মতো আউটফিল্ড ছিল । বিকেলে ও সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়ার পরেও ঠিক সময়ে ম্যাচ শুরু হয়েছে । স্টেডিয়াম ভর্তি দর্শক যেন ছবির মতো লাগছিল । আইপিএলে প্লে অফের ম্যাচে ইডেন গার্ডেন্সের থেকে ভাল ভেন্যু আর কিছু হতেই পারে না । ‘
অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…
অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…
অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…
অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…
অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…