শুক্রবারই আহমেদাবাদের স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । আর সেই ম্যাচের আগেই কলকাতার ইডেন গার্ডেন্স নিয়ে মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । আইপিএলের প্লে অফের জন্য ইডেনের মাঠই যে সব থেকে আদর্শ সেই কথা জানালেন সৌরভ । বৃষ্টির ভ্রূকুটি থাকলেও ইডেনে প্লে অফের দুটি ম্যাচই শেষ পর্যন্ত নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে । তাই এখন অনেকটাই চিন্তা মুক্ত মহারাজ । নিজের শহরে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে বারবার তিনি কলকাতায় এসে সিএবির ম্যাচ নিয়ে আলোচনা করেছিলেন । আর শেষ পর্যন্ত দুটি ম্যাচে ভালভাবে শেষ হওয়ার পর সৌরভ উচ্ছ্বসিত । শুধু খেলাই নয় তার সঙ্গে এই দুটি ম্যাচেই গ্যালারি ভর্তি লোক হয়েছিল ।
কলকাতা প্লে অফে জায়গা না পেলেও দুটি ম্যাচে দর্শকদের যা উন্মদনা সৌরভ দেখেছেন তাতে কলকাতা যে ক্রিকেট পাগল নগরী সেটা আরও একবার প্রমাণ হয়ে গিয়েছে ।শুক্রবার আহমেদাবাদের মোতেরাতে বেঙ্গালুরু – রাজস্থান ম্যাচের আগে সোশ্যাল মিডিয়াতে নিজের ঘরের মাঠের ভূয়সী প্রশংসা করেছেন । আহমেদাবাদের ম্যাচের আগে সৌরভের এই মন্তব্য যে সবদিক থেকেই বেশ তাৎপর্যপূর্ণ সেটা কিন্তু ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন । মোতোরার থেকেও ইডেন যে আইপিএলের ফাইনালের ক্ষেত্রে আদর্শ ভেন্যু সৌরভ গঙ্গোপাধ্যায় সম্ভবত সেটাই বোঝাতে চেয়েছেন বলে অনেক ক্রিকেট বোদ্ধারা তাদের মত পোষণ করেছেন । শুক্রবার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন , ‘ ইডেনগার্ডেন্সই সেরা ভেন্যু । এই স্টেডিয়ামে দুই দিনে আটশো রান হয়েছে । আর সেই দুটি ম্যাচের ফলই একদম শেষ ওভারে গিয়ে নির্ধারিত হয়েছে । এক কথায় দারুণ দুটি ম্যাচ হয়েছে এই স্টেডিয়ামে । ‘ এখানেই থেমে থাকেননি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট । সৌরভ আরও যোগ করেছেন , ‘ ‘সবুজ গালিচার মতো আউটফিল্ড ছিল । বিকেলে ও সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়ার পরেও ঠিক সময়ে ম্যাচ শুরু হয়েছে । স্টেডিয়াম ভর্তি দর্শক যেন ছবির মতো লাগছিল । আইপিএলে প্লে অফের ম্যাচে ইডেন গার্ডেন্সের থেকে ভাল ভেন্যু আর কিছু হতেই পারে না । ‘
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…