শুক্রবারই আহমেদাবাদের স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । আর সেই ম্যাচের আগেই কলকাতার ইডেন গার্ডেন্স নিয়ে মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় । আইপিএলের প্লে অফের জন্য ইডেনের মাঠই যে সব থেকে আদর্শ সেই কথা জানালেন সৌরভ । বৃষ্টির ভ্রূকুটি থাকলেও ইডেনে প্লে অফের দুটি ম্যাচই শেষ পর্যন্ত নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে । তাই এখন অনেকটাই চিন্তা মুক্ত মহারাজ । নিজের শহরে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার আগে বারবার তিনি কলকাতায় এসে সিএবির ম্যাচ নিয়ে আলোচনা করেছিলেন । আর শেষ পর্যন্ত দুটি ম্যাচে ভালভাবে শেষ হওয়ার পর সৌরভ উচ্ছ্বসিত । শুধু খেলাই নয় তার সঙ্গে এই দুটি ম্যাচেই গ্যালারি ভর্তি লোক হয়েছিল ।
কলকাতা প্লে অফে জায়গা না পেলেও দুটি ম্যাচে দর্শকদের যা উন্মদনা সৌরভ দেখেছেন তাতে কলকাতা যে ক্রিকেট পাগল নগরী সেটা আরও একবার প্রমাণ হয়ে গিয়েছে ।শুক্রবার আহমেদাবাদের মোতেরাতে বেঙ্গালুরু – রাজস্থান ম্যাচের আগে সোশ্যাল মিডিয়াতে নিজের ঘরের মাঠের ভূয়সী প্রশংসা করেছেন । আহমেদাবাদের ম্যাচের আগে সৌরভের এই মন্তব্য যে সবদিক থেকেই বেশ তাৎপর্যপূর্ণ সেটা কিন্তু ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন । মোতোরার থেকেও ইডেন যে আইপিএলের ফাইনালের ক্ষেত্রে আদর্শ ভেন্যু সৌরভ গঙ্গোপাধ্যায় সম্ভবত সেটাই বোঝাতে চেয়েছেন বলে অনেক ক্রিকেট বোদ্ধারা তাদের মত পোষণ করেছেন । শুক্রবার সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেছেন , ‘ ইডেনগার্ডেন্সই সেরা ভেন্যু । এই স্টেডিয়ামে দুই দিনে আটশো রান হয়েছে । আর সেই দুটি ম্যাচের ফলই একদম শেষ ওভারে গিয়ে নির্ধারিত হয়েছে । এক কথায় দারুণ দুটি ম্যাচ হয়েছে এই স্টেডিয়ামে । ‘ এখানেই থেমে থাকেননি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট । সৌরভ আরও যোগ করেছেন , ‘ ‘সবুজ গালিচার মতো আউটফিল্ড ছিল । বিকেলে ও সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়ার পরেও ঠিক সময়ে ম্যাচ শুরু হয়েছে । স্টেডিয়াম ভর্তি দর্শক যেন ছবির মতো লাগছিল । আইপিএলে প্লে অফের ম্যাচে ইডেন গার্ডেন্সের থেকে ভাল ভেন্যু আর কিছু হতেই পারে না । ‘
অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের ৬টি বিমানবন্দরে বিমান পরিষেবা বাতিল করল…
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…